গাজীপুরের কালিয়াকৈরে ছাত্রী ধর্ষণের ঘটনা এবং নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদ ও প্রতিকারের দাবিতে মানববন্ধন করেছে চবি ইসলামী ছাত্রী সংস্থা।
গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে এ মানববন্ধন করেছেন তারা। এ সময় তাদেরকে বিভিন্ন ফেস্টুন এবং প্ল্যাকার্ড হাতে নিয়ে অপরাধীদের বিচারের দাবি জানাতে দেখা যায়। মানববন্ধনে চবি শাখা ইসলামী ছাত্রীসংস্থার সেক্রেটারি জেনারেল নাহিমা আক্তার দীপা বলেন,গাজীপুরে ছাত্রী ধর্ষণের ঘটনা ঘটেছে। দেশে প্রতিনিয়ত নারী ও শিশুরা ধর্ষণের শিকার হচ্ছে। কিন্তু অপরাধীদের বিচার করা হচ্ছে না। আমরা একটি নিরাপদ রাষ্ট্র চাই, যেখানে নারী শিশু সবাই নির্ভয়ে নিরাপদে থাকতে পারবে। আমরা ধর্ষণকারীদের বিচার চাই। বিচারের দীর্ঘসূত্রতা কমিয়ে দ্রুত বিচার কার্য সম্পন্ন করতে হবে। সেই সাথে সামাজিক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানে নারী হয়রানি দূর করার জন্য যৌন হয়রানি মনিটরিং সেল গঠন করতে হবে। আমরা কোনো সহানুভূতি চাই না,আমরা সঠিক বিচার চাই। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রীসংস্থার প্রচার সম্পাদক উমাইমা শিবলী রিমা বলেন, নারীদের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব রাষ্ট্রের, সরকারের। কিন্তু নারীর ওপর নির্যাতন কমছে না। কারণ এর কোনো বিচার হচ্ছে না।
অবিলম্বে নারী এবং শিশুদের ওপর যৌন নিপীড়ন বন্ধ করতে হবে। তিনি সরকারকে অপরাধীদের দ্রুত বিচার এবং যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানান।










