গাজীপুরে অপহৃত ১২ বছরের এক শিশুকে নগরীর ইপিজেড থেকে উদ্ধার করেছে র্যাব-৭। এসময় ঘটনায় জড়িত তিনজনকে আটক করা হয়। গত শনিবার ইপিজেডের খান সুফিয়া ম্যানশন কাস্টমস বিল্ডিং থেকে শিশুটি উদ্ধারের পাশাপাশি জড়িতদেরও আটক করা হয়। আটককৃতরা হলো- নরসিংদীর রায়পুরা থানার পূবের চর এলাকার বুলবুল মিয়ার ছেলে শাহ পরান (১৯), আশুলিয়ার বাতানটেক পল্লী বিদ্যুৎ এলাকার জাবেদ মিয়ার ভাড়া বাসার বাসিন্দা রাহাত হোসেন (২৩) ও কিশোরগঞ্জের ভৈরব থানার সোলেমানপুর মধু মুন্সির বাড়ির আরিছ মিয়ার মেয়ে সুমা আক্তার (২০)। এ বিষয়ে র্যাব বলেন, গ্রেপ্তার তিনজন সংঘবদ্ধ চক্রের সদস্য। ওরা শিশুটি অপহরণের পর মুক্তিপণ দাবি করেনি। এমনকি তার পরিবারের সঙ্গে কোনো যোগাযোগও করেনি। ধীরে ধীরে শিশুটিকে দেহ ব্যবসায় লিপ্ত করা অথবা পাচারের পরিকল্পনা ছিল তাদের। র্যাব সূত্রে জানা যায়, গত ১৩ ডিসেম্বর শামছুন নাহার (১২) খাতা-কলম কেনার জন্য বাসা থেকে বের হলে অপহরণ হয়। এ ঘটনায় বাবা মো. শামসুল হক গাজীপুর মহানগর বাসন থানায় একটি মামলা করেন। মামলা নম্বর- ১৫/৩৩৩ (২৫ ডিসেম্বর)। র্যাব-৭ এর মিডিয়া কর্মকর্তা ফ্লাইট লেফট্যানেন্ট নিয়াজ মোহাম্মদ চপল জানান, মামলার পর থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে র্যাব-৭ ছায়া তদন্ত শুরু করে। ছায়া তদন্ত ও তথ্যপ্রযুক্তির সহায়তায় একপর্যায়ে র্যাব জানতে পারে, অপহরণকারীরা ইপিজেড থানার খান সুফিয়া ম্যানশন কাস্টমস বিল্ডিংয়ে অবস্থান করছে। এ সময় অভিযান করে তিনজনকে গ্রেপ্তার ও অপহৃত কিশোরীকে উদ্ধার করা হয়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য থানায় হস্তান্তর করা হয়।