ফিলিস্তিনি ছিটমহল গাজার প্রধান শহর গাজা সিটির এক ভবনে ইসরায়েলি হামলায় অন্তত ২৯ জন নিহত হয়েছেন। নগরীর শেজাইয়া এলাকায় আকাশ হামলার ঘটনায় আরও বহু মানুষ আহত হয়েছেন বলে স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ বুধবার জানিয়েছে। বোমাগুলো এখনও রেহাব আখরাস ও তার পরিবারের সদস্যদের প্রাণ কেড়ে নেয়নি, কিন্তু মার্চের শুরু থেকে গাজার যে চেকপয়েন্টগুলো ইসরায়েল বন্ধ করে রেখেছে সেগুলো দ্রুত না খুললে তারা নিশ্চিতভাবে অনাহারে মারা যাবেন বলে জানিয়েছেন তিনি। চিকিৎসা কর্মীরা জানান, গাজা সিটির শহরতলী শেজাইয়ার একটি বহুতল আবাসিক ভবনে হামলাটি চালানো হয়। খবর বিডিনিউজের।
অনেকে এখনও নিখোঁজ রয়েছেন আর তারা ভবনটির ধ্বংসাবশেষে আটকা পড়ে আছেন বলে ধারণা করা হচ্ছে। হামলায় আশপাশের বেশ কয়েক বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ইসরায়েল ছয় সপ্তাহ ধরে গাজা ভূখণ্ডের ২৩ লাখ বাসিন্দার সব সরবরাহ পুরোপুরিভাবে বন্ধ করে রেখেছে। চলতি বছরের শুরুর দিকে যুদ্ধবিরতি চলমান থাকা অবস্থায় গাজায় যে খাদ্য মজুদ গড়ে তোলা হয়েছিল তা শেষের পথে। জরুরি খাবার বিতরণ শেষ হতে চলেছে, বেকারিগুলো বন্ধ হয়ে গেছে, বাজারে কোনো পণ্য নেই।
ইসরায়েলি সামরিক বাহিনী এক বিবৃতিতে বলেছে, গাজার উত্তরাঞ্চলের শেজাইয়া থেকে হামলার পরিকল্পনা ও তা বাস্তবায়ন করার জন্য দায়ী হামাসের এক জঙ্গিকে লক্ষ্য করে আঘাত হানা হয়েছে।
বাহিনীটি দাবি করেছে, এই আক্রমণ চালানোর আগে বেসামরিক হতাহত কমাতে তারা বেশ কয়েকটি পদক্ষেপ নিয়েছিল। তবে হামাসের কোন নেতাকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে তা জানায়নি তারা। স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, এদিন গাজার অন্যান্য অংশে ইসরায়েলি বাহিনীর পৃথক হামলায় আরও নয়জন নিহত হয়েছেন, এদের নিয়ে বুধবার গাজায় মোট নিহত ৩৮ জনে দাঁড়িয়েছে।
রয়টার্স জানিয়েছে, গত সপ্তায় ইসরায়েলি সামরিক বাহিনী শেজাইয়া থেকে বাসিন্দাদের চলে যাওয়ার নির্দেশ দিয়েছিল। এখানে তাদের সেনারা হামাসের যোদ্ধাদের বিরুদ্ধে অভিযান চালাবে বলে জানিয়েছিল। দুই মাস ধরে এক নড়বড়ে যুদ্ধবিরতি চলার পর ১৮ মার্চ থেকে গাজায় ফের বোমাবর্ষণ শুরু করে ইসরায়েল, তারপর সেনাদের ফিলিস্তিনি ছিটমহলটিতে ভেতরে স্থল অভিযানের জন্য পাঠায়।
তারপর থেকে তিন সপ্তাহে ইসরায়েলি বাহিনীর হামলায় প্রায় ১৫০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। ২০২৩ এর ৭ অক্টোবর থেকে গাজায় শুরু হওয়া ইসরায়েলের নির্বিচার হামলায় এ পর্যন্ত ৫০ হাজার ৮০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে ফিলিস্তিন কর্তৃপক্ষ জানিয়েছে।