ইসরায়েলি সামরিক বাহিনী গাজা সিটি ও গাজা ভূখণ্ডজুড়ে ধারাবাহিকভাবে হামলা চালিয়ে যাচ্ছে, তারা ভূগর্ভস্থ শ্যাফ্ট ও ফাঁদে পরিণত হওয়া কাঠামোগুলো ধ্বংস করছে। খবর বিডিনিউজের।
শনিবার তাদের এসব হামলায় অন্তত ৬০ জন নিহত হয়েছেন বলে গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে। রয়টার্স জানিয়েছে, অস্ট্রেলিয়া, বেলজিয়াম, যুক্তরাজ্য, ফ্রান্স, কানাডা ও পর্তুগালসহ ১০টি দেশের সোমবার জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের আগে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়ার কথা রয়েছে। এ সময়টিতেই এসব হামলা চালানো হচ্ছে। চলতি সপ্তাহে স্থল অভিযানের পাশাপাশি গাজার সুউচ্চ ভবনগুলো গুড়িয়ে দেওয়ার মাধ্যমে তাদের স্থাপনা ধ্বংসের অভিযানও তীব্র করে তুলেছে ইসরায়েল। তাদের বাহিনীগুলো গাজা সিটির পূর্বাংশের শহরতলীর নিয়ন্ত্রণ নিয়েছে আর শেখ রাদওয়ান ও তেল আল–হাওয়া এলাকায় ব্যাপক গোলা ও বোমাবর্ষণ করে চলেছে। শহরের মধ্য ও পশ্চিম অংশে অগ্রসর হওয়ার জন্য তারা এই দুই এলাকায় অবস্থান নিতে পারে। গাজা সিটির অধিকাংশ বাসিন্দা এখন নগরীর মধ্য ও পশ্চিম অংশে আশ্রয় নিয়ে আছে। ইসরায়েলি বাহিনীর হিসাব অনুযায়ী, তারা গত দুই সপ্তাহে গাজা সিটির ২০টি টাওয়ার ব্লক ধ্বংস করে দিয়েছে।
ইসরায়েলি গণমাধ্যমের ভাষ্য অনুযায়ী তাদের বিশ্বাস, সেপ্টেম্বরের শুরু থেকে পাঁচ লাখেরও বেশি ফিলিস্তিনি গাজা নগরী ছেড়ে চলে গেছে। গাজা নিয়ন্ত্রণকারী ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস এই ধারণার সঙ্গে দ্বিমত পোষণ করে। তাদের ভাষ্য হল, তিন লাখেরও কম বাসিন্দা গাজা সিটি ছেড়ে গেছে এবং আরও প্রায় নয় লাখ নগরীটিতে রয়ে গেছে, তাদের মধ্যে ইসরায়েলি জিম্মিরাও রয়েছে। হামাসের সামরিক শাখা টেলিগ্রাম অ্যাপে ইসরায়েলি জিম্মিদের একটি ছবি প্রকাশ করেছে। সেখানে অনেকগুলো ছবি জোড়া লাগিয়ে একটি ছবি তৈরি করা হয়েছে। এই ছবি প্রকাশ করে তারা সতর্ক করে বলেছে, গাজা সিটিতে ইসরায়েলি সামরিক অভিযানের কারণে এসব জিম্মির জীবন ঝুঁকির মধ্যে আছে।