গাজা যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত প্রায় ৫০ জন ইসরায়েলি সেনা আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে দেশটির স্থানীয় সংবাদমাধ্যম হারেৎজ। খবর বিডিনিউজের।
সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, ২০২৩ সালের অক্টোবরে যুদ্ধ শুরুর পর থেকে মানসিক চাপে ভুগে সেনাদের মধ্যে আত্মহত্যার ঘটনা বেড়েছে। হারেৎজ জানিয়েছে, ২০২৩ সালে ১৭ জন সেনা আত্মহত্যা করেন, যার মধ্যে সাতজন গাজা যুদ্ধ শুরুর পরপরই আত্মহত্যা করেন। ২০২৪ সালে এই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪ জনে। প্রতিবেদনে আরও বলা হয়, ইসরায়েলি সেনাবাহিনীতে মনোরোগ চিকিৎসক, মনোবিজ্ঞানী ও সমাজকর্মীর ঘাটতি রয়েছে, যা সেনাদের মানসিক সহায়তার অভাবে ভুগতে বাধ্য করছে। বিশেষ করে, যারা মৃত সেনাদের পরিচয় শনাক্ত করার মতো ভয়াবহ কাজের সঙ্গে যুক্ত, তারা মারাত্মক মানসিক ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছেন। প্রতিমাসেই শত শত মানসিকভাবে বিপর্যস্ত সেনাকে সেনাবাহিনীর পুনর্বাসন বিভাগে ভর্তি করা হচ্ছে। তাদের অনেকেই যুদ্ধ–পরবর্তী ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডারে (পিটিএসডি) আক্রান্ত বলে জানায় হারেৎজ। সোমবার দক্ষিণ ইসরায়েলের ওফাকিম শহরে এক রিজার্ভ সেনার মরদেহ তার বাড়িতে পাওয়া যায়। সেনাবাহিনী জানিয়েছে, এটি আত্মহত্যার ঘটনা। ওই সেনা মৃত সেনাদের দেহাবশেষ শনাক্তকারী একটি ইউনিটে কাজ করতেন।