গাজায় যুদ্ধবিরতি নিয়ে নতুন যে প্রস্তাবকে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ফাইনাল বা চূড়ান্ত অ্যাখ্যা দিয়েছেন, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে হামাস। খবর বিডিনিউজের। সশস্ত্র এ গোষ্ঠীটি বুধবার আরও বলেছে, ইসরায়েলি সেনাদের অবশ্যই ফিলিস্তিনি ভূখণ্ড গাজা ছাড়তে হবে। অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হুঙ্কার দিয়ে বলেছেন, হামাসকে পুরোপুরি নির্মূল করা হবে।
মঙ্গলবার ট্রাম্প জানান, তার প্রতিনিধি ও ইসরায়েলি কর্মকর্তাদের মধ্যে এক বৈঠকের পর তেল আবিব হামাসের সঙ্গে ৬০ দিনের যুদ্ধবিরতি চূড়ান্ত করতে প্রয়োজনীয় শর্তাবলীতে রাজি হয়েছে। তবে শর্তগুলো কী, তা বলেননি তিনি।
এরপর দেওয়া বিবৃতিতে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস বলেছে, তারা মধ্যস্থতাকারী মিশর ও কাতারের কাছ থেকে পাওয়া নতুন যুদ্ধবিরতি প্রস্তাব খতিয়ে দেখছে। কিন্তু তাদের উদ্দেশ্য হচ্ছে, এমন একটি চুক্তিতে পৌঁছানো যা যুদ্ধের ইতি টানার পাশাপাশি গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার নিশ্চিত করবে।