গাজা পরিকল্পনা মেনে নিতে হামাসকে রোববার পর্যন্ত সময় দিলেন ট্রাম্প

| শনিবার , ৪ অক্টোবর, ২০২৫ at ৬:০৩ পূর্বাহ্ণ

২০ দফা গাজা শান্তি পরিকল্পনা মেনে নিতে হামাসকে আগামীকাল রোববার পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল শুক্রবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প হামাসকে প্রস্তাব মেনে নিতে রোববার ওয়াশিংটনের স্থানীয় সময় সন্ধ্যা ৬টা পর্যন্ত সময় দিয়েছেন। নইলে গাজা আরও সহিংসতায় পড়বে বলে তিনি হুঁশিয়ার করে দিয়েছেন।

ট্রুথ সোশ্যালএ ৩২৯ শব্দের দীর্ঘ এই পোস্টে ট্রাম্প লিখেছেন, যদি এই ‘শেষ সুযোগ’ এর (গাজা যুদ্ধবিরতি) চুক্তিতে পৌঁছানো না যায়, তাহলে হামাসের বিরুদ্ধে এমন সব নরক নেমে আসবে যা আগে কেউ কখনও দেখেনি। মধ্যপ্রাচ্যে একভাবে না হলে অন্যভাবে শান্তি আসবে। ট্রাম্প পোস্টে হামাসকে ‘বেপরোয়া ও সহিংস হুমকি’ বলে নিন্দা করেন এবং শান্তি প্রস্তাব মেনে নিতে তাদেরকে এই আল্টিমেটাম দেন। খবর বিডিনিউজের।

গাজায় শান্তি প্রতিষ্ঠার ২০ দফা পরিকল্পনাকে হামাসের আলোচনার টেবিলে ফেরার শেষ সুযোগ হিসাবে ট্রাম্প তার পোস্টে কয়েকবারই উল্লেখ করেছেন। এই প্রস্তাব না মানলে হামাস চরম ক্ষতির মুখে পড়বে বলেও তিনি বার বার সতর্ক করেছেন।

ট্রাম্প লেখেন, ২০২৩ সালের ৭ অক্টোবরে ইসরায়েলে ঢুকে হামাসের আক্রমণের প্রতিশোধ হামলায় এরই মধ্যে ২৫ হাজারের বেশি হামাস যোদ্ধা (অপ্রমাণিত সংখ্যা) নিহত হয়েছে। বাকি হামাস যোদ্ধাদের বেশিরভাগই ইসরায়েলের ঘেরাটোপে আছে কিংবা সামরিকভাবে আটকা পড়ে আছে। তাদের জীবন দ্রুত নিভে যাওয়ার জন্য তারা কেবল আমার ‘যাও’ শব্দটি বলার অপেক্ষায় আছে। বাদবাকি হামাস যোদ্ধাদের বলছি, আমরা আপনারা কোথায় আছেন এবং আপনারা কারা। আপনাদেরকে খুঁজে বের করে হত্যা করা হবে।

গাজায় আরও সহিংসতার আশঙ্কা প্রকাশ করে ট্রাম্প সেখানকার সাধারণ মানুষদের বার্তা দিয়ে বলেন, আমি সব নিরীহ ফিলিস্তিনিদেরকে অনুরোধ করছি অবিলম্বে এই সম্ভাব্য ভবিষ্যৎ মৃত্যুর এলাকা ছেড়ে গাজার নিরাপদ এলাকায় চলে যান। সাহায্যের জন্য যারা অপেক্ষা করছেন তাদের সবার যত্নই ভালভাবে নেওয়া হবে।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে হোয়াইট হাউজে বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প যে কথা বলেছিলেন, তারই পুনরাবৃত্তি করে ট্রুথ স্যোশালের পোস্টে তিনি লেখেন, গাজা শান্তি চুক্তি ব্যর্থ হলে যুক্তরাষ্ট্র হামাসের বিরুদ্ধে হামলায় নেতানিয়াহুকে পূর্ণ সমর্থন দেবে। ট্রাম্প এর আগে গাজা পরিকল্পনার বিষয়ে সিদ্ধান্ত জানানোর জন্য হামাসকে ৩৪ দিন সময় দিয়েছিলেন। আর শুক্রবার তিনি নির্দিষ্টভাবে সময় বেঁধে দিলেন।

হামাস গত বৃহস্পতিবার জানিয়েছে, তারা প্রস্তাবটি বিবেচনা করে দেখছে এবং এ বিষয়ে শিগগিরই তাদের সিদ্ধান্ত জানাবে। তবে কয়েকজন সরকারি কর্মকর্তারাসহ সমালোচকরা ট্রাম্পের গাজা প্রস্তাবে উল্লিখিত দাবি ও শর্তের বিষয়ে সংশয় প্রকাশ করেছেন।

পূর্ববর্তী নিবন্ধচকরিয়া রেল স্টেশনের বিপুল ভূমি বেদখলে
পরবর্তী নিবন্ধটেকনাফের গহিন পাহাড় থেকে শিশুসহ ৩৮ জন উদ্ধার, আটক দুই