গাজা নিয়ে ট্রাম্প রিভিয়েরা পরিকল্পনায় টনি ব্লেয়ারের প্রতিষ্ঠান

| মঙ্গলবার , ১২ আগস্ট, ২০২৫ at ৬:৫৩ পূর্বাহ্ণ

যুদ্ধ পরবর্তী গাজাকে দুবাইয়ের মত জাঁকালো প্রমোদ নগরে রূপান্তরের পরিকল্পনায় সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের গবেষণা প্রতিষ্ঠান কাজ করেছিল বলে সমপ্রতি খবর বেরিয়েছে। খবর বিডিনিউজের।

টেলিগ্রাফ লিখেছে, টনি ব্লেয়ার ইনস্টিটিউট (টিবিআই) ইসরায়েলি ব্যবসায়ীদের নেতৃত্বে একটি প্রকল্পে কাজ করেছিল, যেখানে ইলন মাস্কের নামে একটি শিল্পাঞ্চল তৈরির কথাও আলোচনায় ছিল। ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পর থেকে গাজায় শুরু হওয়া যুদ্ধ চলছে ২০ মাস ধরে। এ বছরের শুরুতে ডোনাল্ড ট্রাম্প গাজাকে মধ্যপ্রাচ্যের রিভিয়েরা হিসেবে পুনর্গঠনের প্রস্তাব দিয়েছিলেন।

সেই লক্ষ্যে তিনি একটি বিতর্কিত ভিডিও সোশাল মিডিয়ায় প্রকাশ করেছিলেন, যাতে আকাশচুম্বী ভবন, দাড়িওয়ালা বেলি ড্যান্সার এবং মার্কিন প্রেসিডেন্টের স্বর্ণমূর্তি দেখানো হয়। রিভিয়েরা একটি ইতালীয় শব্দ, যার সাধারণ অর্থ তটরেখা। ভূমধ্যসাগর উপকূলের ইতালি, ফ্রান্স ও স্পেনের রিভিয়েরা মনোরম সৈকত, আকর্ষণীয় প্রাকৃতিক দৃশ্য আর বিলাসবহুল রিসোর্টের জন্য বিখ্যাত।

পূর্ববর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ১২.৬০ কোটি টাকা
পরবর্তী নিবন্ধরাজধানী ওয়াশিংটন থেকে গৃহহীনদের তাড়ানোর প্রতিশ্রুতি ট্রাম্পের