জাতিসংঘের সর্বোচ্চ আদালতের শুনানিতে উঠে এসেছে, ইসরায়েলের গাজা ধ্বংস করে দেওয়ার পরিকল্পনা এসেছে রাষ্ট্রের শীর্ষ পর্যায় থেকে। খবর বিবিসির। শুনানিতে দক্ষিণ আফ্রিকার আইনজীবীরা এ দাবি করেন।
ইসরায়েলকে গণহত্যায় অভিযুক্ত করে মামলাটি আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) উপস্থাপিত হয়। দক্ষিণ আফ্রিকা ইসরায়েলকে গাজায় সামরিক অভিযান বন্ধ করার নির্দেশ দেওয়ার জন্য আদালতকেও আহ্বান জানিয়েছে। খবর বাংলানিউজের।
ইসরায়েল কঠোরভাবে অভিযোগ ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে। শুক্রবার ইসরায়েল নিজেদের যুক্তি উপস্থাপন করবে। আদালত গণহত্যার অভিযোগে শুধুমাত্র একটি মতামত দেবেন। এটি খুব কাছ থেকে পর্যবেক্ষণ করা হচ্ছে। দক্ষিণ আফ্রিকা হাইকোর্টের আইনজীবী তেম্বেকা এনকুকাইতোবি আইসিজেকে বলেছেন, যেভাবে সামরিক হামলা চালানো হচ্ছে তা থেকে ইসরায়েলের গণহত্যার অভিপ্রায় স্পষ্ট। গাজা ধ্বংস করার অভিপ্রায় রাষ্ট্রের সর্বোচ্চ স্তরে লালিত ।