গাজায় হামাসের পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাকে হত্যা করল ইসরায়েল সমর্থিত গোষ্ঠী

| বুধবার , ১৪ জানুয়ারি, ২০২৬ at ৭:৫৬ পূর্বাহ্ণ

ফিলিস্তিনি ছিটমহল গাজার দক্ষিণাঞ্চলীয় খান ইউনিস পুলিশের ফৌজদারি ইউনিটের প্রধান মাহমুদ আল আস্তালকে গুলি করে হত্যা করা হয়েছে। ইসরায়েল সমর্থিত একটি ফিলিস্তিনি মিলিশিয়া গোষ্ঠী হামলার দায় স্বীকার করেছে। খবর বিডিনিউজের।

ঘটনার জন্য হামাস ইসরায়েলের সহযোগীদের দায়ী করেছে। সোমবার এক বিবৃতিতে গাজার হামাস পরিচালিত স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বন্দুকধারীরা চলন্ত গাড়ি থেকে গুলি চালিয়ে মাহমুদ আস্তালকে হত্যা করেছে। রয়টার্স জানিয়েছে, খান ইউনিসের পূর্ব দিকে ইসরায়েল নিয়ন্ত্রিত এলাকাভিত্তিক হামাসবিরোধী মিলিশিয়া গোষ্ঠীর নেতা হুসাম আল আস্তাল তার ফেইসবুক পেইজে একটি ভিডিও পোস্ট করে এ হত্যার দায় স্বীকার করেছেন। তার আল আস্তাল উপাধি ও নিহত পুলিশ কর্মকর্তার নামের শেষাংশ একই। এই উপাধিটি গাজায় খুব প্রচলিত। ভিডিওতে কালো সামরিক পোশাক পরা অত্যাধুনিক রাইফেল হাতে ধরা অবস্থায় হুসাম আস্তাল বলেন, যারা হামাসের সঙ্গে কাজ করছেন, নিহত হওয়াই আপনাদের পরিণতি। মৃত্যু ঘনিয়ে আসছে।

পূর্ববর্তী নিবন্ধআবারও সিনেমায় ডলি জহুর
পরবর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ৫.৬৬ কোটি টাকা