গাজায় বালুতে মিশে যাওয়া চাল কুড়াচ্ছেন ফিলিস্তিনিরা

গাজায় ত্রাণকেন্দ্র পরিদর্শনে ট্রাম্পের দূত

| শনিবার , ২ আগস্ট, ২০২৫ at ১১:৫০ পূর্বাহ্ণ

ইসরায়েলের আগ্রাসনে গাজায় মানবিক পরিস্থিতির অবনতি ঘটেছে। সেখানকার ফিলিস্তিনিরা অনাহারে দিন কাটাচ্ছেন। অনলাইনে ছড়িয়ে পড়া একাধিক ভিডিও ফুটেজে দেখা গেছে, সেখানে উড়োজাহাজ থেকে ফেলা চাল বালুতে মিশে যাওয়ার পর শিশুরা এবং বয়স্করা সেই চাল কুড়িয়ে নিচ্ছেন প্রাণে বাঁচার আশায়। এই হৃদয়বিদারক দৃশ্যের ভিডিও ফিলিস্তিনি অ্যাকটিভিস্ট ও সাংবাদিকরা পোস্ট করেছেন, যেগুলোর সত্যতা নিশ্চিত করেছে আল জাজিরা। সাংবাদিক মোতাসেম আদলি বলেন, প্লেন থেকে খাবার ফেলা হচ্ছে। বেঁচে থাকার জন্য সেই খাবার কে পাবে তা নিয়ে হাহাকার করছে নিরুপায় মানুষ। খবর বাংলানিউজের।

সালমা কাদুমি লেখেন, গাজার অনাহারীদের খাওয়ানো হচ্ছে বালুতে মিশে যাওয়া চাল, যা বিমান থেকে অসম্মান দেখিয়ে ছুড়ে ফেলা হয় বাস্তুচ্যুতদের জন্য। ইসরায়েলের অব্যাহত হামলায় প্রতিনিয়ত মৃত্যু বাড়ছে গাজায়। বৃহস্পতিবার ভোর থেকে এখন পর্যন্ত কমপক্ষে ৪১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে ১৯ জন সহায়তা সংগ্রহ করতে গিয়েছিলেন। খান ইউনিসের নাসের মেডিকেল কমপ্লেক্সের একটি সূত্র জানায়, রাফার এক যুবক অনাহারে মারা গেছেন। এর আগে চিকিৎসকেরা জানিয়েছিলেন, যুদ্ধ শুরুর পর থেকে অনাহারে মৃত্যুর সংখ্যা ১৫৪ জনে পৌঁছেছে, যাদের মধ্যে ৮৯ জনই শিশু।

গাজায় ত্রাণকেন্দ্র পরিদর্শনে ট্রাম্পের দূত : এদিকে গাজায় দুর্ভিক্ষ পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক চাপের মুখে ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি গতকাল শুক্রবার সরেজমিনে ত্রাণ বিতরণ কার্যক্রম পরিদর্শনে যান। হোয়াইট হাউস জানায়, তারা গাজার স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলবেন এবং দ্রুত খাদ্য সহায়তা পৌঁছানোর একটি পরিকল্পনা তৈরি করবেন। পরিদর্শনের পর প্রেসিডেন্ট ট্রাম্পকে সরাসরি অবহিত করা হবে। গাজায় দুর্ভিক্ষ ও ত্রাণ বিতরণ কেন্দ্রে হাজারো মানুষের মৃত্যুর খবরে ইসরায়েলের বিরুদ্ধে বিশ্বজুড়ে ক্ষোভ বাড়ছে। গত মে মাস থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সমর্থিত একটি ত্রাণ বিতরণ কেন্দ্রে খাদ্যের জন্য ভিড় জমানো লোকেদের ওপর হামলায় এক হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে অভিযোগ। এর আগের দিন ইসরায়েলি হামলায় আরও ৫০ জনের মৃত্যু এবং অনাহারে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে বলে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। তারা বলছে, এখন পর্যন্ত দুর্ভিক্ষ ও অপুষ্টিতে মারা গেছেন অন্তত ১৫৪ জন, যাদের মধ্যে ৮৯ জনই শিশু।এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাতের পর ট্রাম্পের দূত বলেন, গাজায় প্রকৃত দুর্ভিক্ষ চলছে, যা নেতানিয়াহুর অস্বীকারের বিপরীতে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পও স্বীকার করেছেন।

পূর্ববর্তী নিবন্ধশান্তিতে নোবেলের জন্য ট্রাম্পকে মনোনয়ন দেবে কম্বোডিয়া
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে চাঁদা না পেয়ে ব্যবসায়ীর ঘরে ঢুকে গুলি