ইসরায়েলি সামরিক বাহিনীর হামলায় গাজায় ফিলিস্তিন জাতীয় দলের সাবেক ফুটবলার সুলেইমান ওবেইদ নিহত হয়েছেন। জানা গেছে গাজার দক্ষিণাঞ্চলে মানবিক সাহায্য পেতে অপেক্ষমাণ ফিলিস্তিনি জনতার ওপর ইসরায়েলি বাহিনী হামলা চালালে ৪০ বছর বয়সী এই ফুটবলার প্রাণ হারান। ওবেইদের মৃত্যুকে জাতি এবং ক্রীড়া সমপ্রদায় উভয়ের জন্যই একটি উল্লেখযোগ্য ক্ষতি হিসেবে বিশ্বজুড়ে শোক প্রকাশ করা হয়েছে। গাজা শহরে ইসারায়েলি নারকীয় হামলা এপর্যন্ত ২৩ মাসে পৌঁছেছে। গত মাসে বিভিন্ন গণমাধ্যমে ৩৯ জন ক্রীড়াবিদ, স্কাউট ও তরুনের মৃত্যুর খবর প্রকাশিত হয়।
সব মিলিয়ে ফিলিস্তিনের ক্রীড়াঙ্গন ও তরুণ সমাজ মিলিয়ে এ পর্যন্ত ৬৬০ জনেরও বেশি মৃত্যুও খবর পাওয়া গেছে। ফিলিস্তিন ফুটবলে সুলেইমান “দ্য ব্ল্যাক পার্ল”, “দ্য গ্যাজেল”, “হেনরি অব প্যালেস্টাইন” এবং “পেলে অব প্যালেস্টাইন ফুটবল” নামে পরিচিত ছিলেন। ফিলিস্তিন ফুটবলের এই পেলে পাঁচ সন্তান রেখে গেছেন।’ ফিলিস্তিনি ফুটবলে দারুন জনপ্রিয় ছিলেন ওবেইদ।