গাজায় ইসরায়েলি গণহত্যা থামাতে সমন্বিত পদক্ষেপ নিতে হবে

ইসলামী ফ্রন্টের সেমিনারে এম এ মতিন

| বৃহস্পতিবার , ৯ অক্টোবর, ২০২৫ at ১২:০৬ অপরাহ্ণ

বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় চেয়ারম্যান মাওলানা এম এ মতিন বলেছেন, আধুনিক সভ্য দুনিয়ায় এসে গাজায় ইসরায়েলের জঘন্য গণহত্যা ও নৃশংসতা আমাদের দেখতে হচ্ছে। অবিলম্বে গাজায় ইসরায়েলি গণহত্যা থামাতে জাতিসংঘ, ওআইসি ও আরব লীগকে বসে সমন্বিত বাস্তবমুখী পদক্ষেপ নিতে হবে। স্বাধীন সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্রের ঘোষণা দিতে হবে। ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম জেলা গতকাল বুধবার নগরীর ২নং গেইটস্থ একটি কনভেনশন সেন্টারে ‘বিশ্বশান্তি প্রতিষ্ঠায় মহানবীর (.) শিক্ষা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভাপতিত্ব করেন ইসলামী ফ্রন্টের প্রেসিডিয়াম সদস্য এম. সোলাইমান ফরিদ। সেমিনারে উদ্বোধক ছিলেন কুতুবদিয়া দরবারের সাজ্জাদানাশীন শাহ আবদুল করিম কুতুবী। বিশেষ অতিথি ছিলেন ফ্রন্টের মহাসচিব মাওলানা স উ ম আবদুস সামাদ, ডা. কিউ এম অহিদুল আলম, ফুলকলি গ্রুপের জিএম এম এ সবুর। মুখ্য আলোচক ছিলেন প্রফেসর ড. নূ ক ম আকবর হোসেন। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাদার্ন ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক সৈয়দ জালাল উদ্দিন আলআযহারী। সেমিনার প্রস্তুতি কমিটির আহ্বায়ক মুহাম্মদ এনামুল হক ছিদ্দিকী ও অধ্যাপক আবুল মনছুর দৌলতির সঞ্চালনায় পঠিত প্রবন্ধের ওপর আলোচনা করেন মাওলানা গোলামুর রহমান আশরফ শাহ, মাওলানা শাহ নূর মুহাম্মদ আল কাদেরী, মাওলানা এম এ মাবুদ, মুহাম্মদ আবদুর রহিম, মাস্টার মুহাম্মদ আবুল হোসাইন, গাজী মাওলানা মনজুরুল করিম রেফায়ী, মাওলানা সৈয়দ এয়ার মুহাম্মদ পেয়ারু, মাওলানা ওবাইদুল হক হক্কানী, ডা. মুহাম্মদ সরওয়ার, মাওলানা আহমদুল্লাহ ফোরকান খান আলকাদেরী, মাওলানা এনাম রেজা, অধ্যাপক এমরানুল ইসলাম, মাওলানা হাফেজ আহমদ আলকাদেরী, মুহাম্মদ আলী হোসাইন, এম মহিউল আলম চৌধুরী, মুহাম্মদ ফজলুল করিম তালুকদার, সৈয়দ মুহাম্মদ আবু আজম, নাছির উদ্দিন মাহমুদ, অধ্যাপক মাওলানা আবদুর রহিম মুনিরী, মাওলানা ইউনুস তৈয়বী, মাওলানা গিয়াস উদ্দিন নেজামী, মাওলানা শেখ আরিফুর রহমান, মাওলানা ফেরদৌসুল আলম খান, মাওলানা ইয়াছিন হোসেন হায়দারী, মাওলানা করিম উদ্দিন নূরী, মফিজুর রহমান, মাওলানা মুজিব উদ্দিন, অধ্যক্ষ ডিআইএম জাহাঙ্গীর আলম, আলমগীর ইসলাম বঈদী, মাওলানা মহিউদ্দিন আলকাদেরী, মুহাম্মদ নুর রায়হান চৌধুরী, সেকান্দর মিয়া, জায়নুল আলম, দৌলত খান প্রমুখ। পরে দেশ ও জাতির শান্তি সমৃদ্ধি কল্যাণ কামনায় মোনাজাত করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমীরসরাইয়ে চলন্ত ট্রেন থেকে পড়ে যুবক আহত
পরবর্তী নিবন্ধদোহাজারী রেল স্টেশন মাঠের টেন্ডার প্রক্রিয়া বাতিলের দাবি