গাজার স্কুলে ইসরায়েলি হামলায় নিহত ১৫

| সোমবার , ৫ আগস্ট, ২০২৪ at ৪:৫২ পূর্বাহ্ণ

ফিলিস্তিনি ছিটমহল গাজার বৃহত্তম শহর গাজা সিটির এক স্কুলে ইসরায়েলের বিমান হামলায় অন্তত ১৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। শনিবার অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরায়েলি হামলায় হামাস কমান্ডারসহ নয় ফিলিস্তিনি যোদ্ধা নিহত হওয়ার কয়েক ঘণ্টার মধ্যে গাজা সিটির শেখ রাদওয়ান এলাকার স্কুলটিতে হামলা চালানো হয়। খবর বিডিনিউজের।

বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা আশ্রয়স্থল হিসেবে স্কুলটিকে ব্যবহার করে আসছিলেন বলে জানিয়েছে গাজার হামাস পরিচালিত সরকারের গণমাধ্যম দপ্তর। ইসরায়েলের সামারিক বাহিনীর অভিযোগ, স্কুলটি হামাসের একটি কমান্ড সেন্টার হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল, এখানে তাদের যোদ্ধাদের লুকিয়ে রাখার পাশাপাশি অস্ত্র তৈরি করা হত। হামাস ইসরায়েলের এসব অভিযোগ প্রত্যাখ্যান করে তারা স্কুল বা হাসপাতালের মতো বেসামরিক স্থাপনাগুলো থেকে কার্যক্রম পরিচালনা করেনা বলে দাবি করেছে। গাজার স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, একইদিন এর আগে গাজা সিটিতে ইসরায়েলের আরেকটি হামলায় আরও দুইজন এবং দক্ষিণাঞ্চলীয় শহর রাফার এক বাড়িতে আরও ছয়জন নিহত হন। ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, তারা রাফা ও গাজার অন্য স্থানগুলোতে হামাসের যোদ্ধাদের ওপর হামলা চালিয়েছে এবং তাদের অবকাঠামো ধ্বংস করেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গাজায় প্রায় ১১ মাস ধরে চলা ইসরায়েলের নির্বিচার হামলায় অন্তত ৩৯৫৫০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। গত বুধবার ইরানের রাজধানী তেহরানে হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়াকে গুপ্ত হামলা চালিয়ে হত্যা করা হয়েছে। হামলার জন্য ইসরায়েলকে দায়ী করেছে ইরান ও হামাস। এর আগের দিন মঙ্গলবার লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর জ্যেষ্ঠ কমান্ডার ফুয়াদ শুকর নিহত হন। পর পর ইরানপন্থি গোষ্ঠীগুলোর শীর্ষ নেতাদের এসব হত্যাকাণ্ডের ঘটনায় মধ্যপ্রাচ্যজুড়ে চরম উত্তেজনা বিরাজ করছে।

সেখানে যে কোনো সময় বিস্তৃত যুদ্ধ শুরু হয়ে যেতে পারে, এমন আশঙ্কায় ব্যাপক উদ্বেগ বিরাজ করছে।

পূর্ববর্তী নিবন্ধনিজ নাগরিকদের লেবানন ছাড়তে বলল যুক্তরাষ্ট্র
পরবর্তী নিবন্ধছুরি হামলায় শিশু হত্যার জেরে ব্রিটেনের বিভিন্ন শহরে নতুন করে দাঙ্গা