গাজার সমর্থনে ইউরোপে হাজারো মানুষের বিক্ষোভ

| সোমবার , ১৮ আগস্ট, ২০২৫ at ৯:১৮ পূর্বাহ্ণ

গাজার ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ইসরায়েলি হামলা বন্ধের দাবিতে ইউরোপের বিভিন্ন দেশে বিক্ষোভ ও পদযাত্রা করেছে হাজারো মানুষ। তুরস্কের সংবাদমাধ্যম আনাদোলু লিখেছে, শনিবার সুইডেনের রাজধানী স্টকহোমের ওডেনপ্লান স্কয়ারে বিক্ষোভকারীরা জড়ো হয়ে গাজা ও পশ্চিম তীরে ইসরায়েলের আগ্রাসন এবং সাংবাদিকদের লক্ষ্য করে চালানো হামলার বিরুদ্ধে প্রতিবাদ জানান। খবর বিডিনিউজের।তারা ফিলিস্তিনি পতাকা বহন করেন, সেই সঙ্গে ইসরায়েলের হাতে নিহত আল জাজিরার সাংবাদিকদের ছবি প্রদর্শন করেন। প্রতিবাদকারীরা কালো পোশাক পরে নিহত সাংবাদিকের প্রতীকী কফিন বহন করেন। গাজা সরকারের মিডিয়া অফিসের তথ্যানুযায়ী, আল জাজিরার সাংবাদিক আনাস আলশরীফ ও মোহাম্মদ কুরেইকেহ, তিনজন ক্যামেরা অপারেটর এবং একজন ফ্রিল্যান্স সাংবাদিক ইসরায়েলি হামলায় আলশিফা হাসপাতালের কাছে সাংবাদিকদের একটি তাঁবুতে নিহত হন।

২০২৩ সালের ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত গাজায় ইসরায়েলের হাতে প্রাণ যাওয়া সাংবাদিকের সংখ্যা দাঁড়িয়েছে ২৩৮ জনে।

পূর্ববর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ১৩.৬৬ কোটি টাকা
পরবর্তী নিবন্ধকক্ষপথে পাকিস্তানের নতুন রিমোট সেন্সিং স্যাটেলাইট, অভিযান শুরু