গাজার রাফায় আট ইসরায়েলি সেনা নিহত

| রবিবার , ১৬ জুন, ২০২৪ at ১০:০৮ পূর্বাহ্ণ

ফিলিস্তিনি ছিটমহল গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের যোদ্ধাদের চোরাগোপ্তা হামলায় আট ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। গতকাল শনিবার তারা নিহত হয়েছে বলে এক বিবৃতিতে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে।

রয়টার্স জানিয়েছে, হামাসের যোদ্ধাদের খোঁজে রাফার ভেতরে ও আশপাশে ব্যাপক তৎপরতা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। এর পাশাপাশি তারা গাজার বিভিন্ন এলাকায় হামলা চালাচ্ছে। এ দিন তাদের হামলায় অন্তত ১৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

এর আগে হামাসের সশস্ত্র শাখা আলকাসাম ব্রিগেড জানায়, রাফার পশ্চিমাংশের আলসুলতান এলাকায় তাদের যোদ্ধারা ইসরায়েলি বাহিনীর সাঁজোয়া যানে (এপিসি) চোরাগোপ্তা হামলা চালিয়ে অনেক ইসরায়েলি সেনাকে হত্যা ও আহত করেছে। খবর বিডিনিউজের।

ইসরায়েলি বাহিনী কয়েক সপ্তাহ ধরেই আলসুলতান এলাকায় অভিযানরত আছে। তারা এলাকাটির অনেক গভীরে ঢুকে পড়েছে। ইসরায়েলি ট্যাংকগুলো তেল আলসুলতান এলাকায় অগ্রসর হয়ে উপকূলীয় এলাকা লক্ষ্য করে গোলা ছুঁড়েছে। ইতোমধ্যেই কয়েকবার বাস্তুচ্যুত হওয়া হাজার হাজার ফিলিস্তিনি ওই উপকূলীয় এলাকায় আশ্রয় নিয়ে আছে। সেখানেই হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। গত অক্টোবরে যুদ্ধ শুরু হওয়ার পর ইতোমধ্যেই আট মাসেরও বেশি পার হয়ে গেছে। একটি যুদ্ধবিরতির জন্য আন্তর্জাতিক চাপ বাড়তে শুরু করলেও যুদ্ধ বন্ধ করার মতো কোনো চুক্তি এখনও অনেক দূর মনে হচ্ছে। একদিকে আলোচনা চললেও গাজায় ধারাবাহিক রক্তপাত থামার কোনো লক্ষণ নেই।

গাজা সিটির শহরতলীর দুটি বাড়িতে ইসরায়েলের বিমান হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন। গাজার দক্ষিণাঞ্চলে ইসরায়েলের পৃথক আরেকটি হামলায় চারজন নিহত হয়েছেন বলে চিকিৎসা কর্মীরা জানিয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধসিকিমে ভূমিধস, আটকা পড়েছেন ১০ বাংলাদেশি পর্যটক
পরবর্তী নিবন্ধসাতকানিয়ায় রেলক্রসিংয়ের দুই পাশে সড়কের বেহাল দশা