গাজার বেসামরিক নাগরিকদের আক্রমণ জঘন্য অপরাধ : সৌদি যুবরাজ

আজাদী ডেস্ক | শনিবার , ২১ অক্টোবর, ২০২৩ at ৫:৫৫ পূর্বাহ্ণ

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান বলেছেন, অধিকৃত গাজার বেসামরিক নাগরিকদের ওপর আক্রমণ করা জঘন্য অপরাধ। গত বৃহস্পতিবার রিয়াদ সফররত ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের সঙ্গে বৈঠকে এ মন্তব্য করেছেন তিনি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ বৃহস্পতিবার জানিয়েছে, ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাককে যুবরাজ মোহাম্মদ জোর দিয়ে বলেছেন, গাজার বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করা একটি জঘন্য অপরাধ এবং একটি নৃশংস হামলা। বৈঠকের বিষয়ে ডাউনিং স্ট্রিটের এক বিবৃতিতে বলা হয়েছে, দুই নেতা একমত হয়েছেন যে, গত দুই সপ্তাহে ইসরায়েল ও গাজার বেসামরিকদের প্রাণহানি ছিল ভয়াবহ এবং এতে করে অঞ্চলটিতে উত্তেজনা বৃদ্ধি এড়ানোর প্রয়োজনীয়তা উঠে এসেছে। বিবৃতিতে ঋষি সুনাককে উদ্ধৃত করে বলা হয়েছে, সৌদি যুবরাজের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ ও ফলপ্রসূ বৈঠক হয়েছে।

এদিকে, গাজায় ইসরায়েলের বোমার আঘাতে এখন পর্যন্ত মোট তিন হাজার ৭৮৫ জন প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে কমপক্ষে এক হাজার ৫২৪ জন শিশু এবং এক হাজার নারী আছেন। আর ঘর হারা হয়েছেন প্রায় ১০ লাখ মানুষ।

পূর্ববর্তী নিবন্ধভারত থেকে ৪১ কূটনীতিককে সরিয়ে নিল কানাডা
পরবর্তী নিবন্ধগাজায় জুটছে মাথাপিছু মাত্র ৩ লিটার পানি