গাজার ধ্বংসস্তূপে একদিনে মিলল ৯৪ জনের দেহাবশেষ

| মঙ্গলবার , ২৩ ডিসেম্বর, ২০২৫ at ১১:২০ পূর্বাহ্ণ

ফিলিস্তিনের গাজা উপত্যকার প্রধান শহর গাজা সিটির বিভিন্ন এলাকায় ধ্বংস হয়ে যাওয়া ভবনের নিচ থেকে একদিনে ৯৪ জনের দেহাবশেষ উদ্ধার করা হয়েছে। শনিবার সারা দিন গাজার বেসামরিক প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা এসব দেহাবশেষ উদ্ধার করেন। খবর বাংলানিউজের।

উদ্ধার করা দেহাবশেষগুলো পরে গাজার প্রধান চিকিৎসাকেন্দ্র আলশিফা মেডিকেল কমপ্লেক্সের ফরেনসিক বিভাগে হস্তান্তর করা হয়। ফরেনসিক পরীক্ষার পর সেগুলো গাজা সিটির পার্শ্ববর্তী দেইর আলবালাহ এলাকার শহীদ কবরস্থানে দাফন করা হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, উদ্ধার হওয়া ৯৪ জনই ইসরায়েলি বাহিনীর বোমা হামলায় ধ্বংস হওয়া ভবনের নিচে চাপা পড়ে নিহত হন।

পুরো গাজা উপত্যকাজুড়ে পূর্ণমাত্রায় অনুসন্ধান চালানো হলে এ ধরনের আরও বহু মরদেহ ও দেহাবশেষ পাওয়ার আশঙ্কা রয়েছে। তুরস্কের সরকারি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সিকে এ তথ্য জানিয়েছেন তারা। ২০২৩ সালের ৭ অক্টোবর গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী সশস্ত্র গোষ্ঠী হামাসের যোদ্ধারা ইসরায়েলের ভেতরে হামলা চালিয়ে এক হাজার ২০০ জনকে হত্যার পাশাপাশি ২৫০ জনকে জিম্মি করে নিয়ে যায়। এর পরদিন ৮ অক্টোবর থেকে গাজায় সামরিক অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী।

অভিযান চলাকালে গাজার বিভিন্ন আবাসিক এলাকা, হাসপাতাল, স্কুল, দোকানপাট ও আশ্রয়কেন্দ্রে ব্যাপক বোমাবর্ষণ করা হয়। এতে অসংখ্য ভবন ধ্বংস হয়ে যায় এবং অনেক মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকেন, যাদের যুদ্ধকালীন পরিস্থিতিতে উদ্ধার করা সম্ভব হয়নি। দীর্ঘ যুদ্ধের পর ২০২৫ সালের ১০ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার দুই মাস পর, ডিসেম্বর থেকে ধ্বংসস্তূপে উদ্ধারকাজ শুরু করে গাজার বেসামরিক প্রতিরক্ষা বাহিনী।

পূর্ববর্তী নিবন্ধসৌদি আরবের বাদশা আবদুল আজিজ পদক পেলেন পাকিস্তানের সেনাপ্রধান
পরবর্তী নিবন্ধটিসিজেএ চট্টগ্রামের দেড় যুগপূর্তি উৎসব ও বর্ষসেরা রিপোর্টিং অ্যাওয়ার্ড প্রদান