গাজার জন্য ‘বোর্ড অব পিস’ গঠনের ঘোষণা ট্রাম্পের

| শনিবার , ১৭ জানুয়ারি, ২০২৬ at ৭:৫৭ পূর্বাহ্ণ

ফিলিস্তিনি ভূখণ্ড গাজায় যুদ্ধ অবসানে মার্কিন সমর্থিত পরিকল্পনার দ্বিতীয় ধাপ হিসেবে একটি ‘বোর্ড অব পিস’ গঠনের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত বৃহস্পতিবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’এ দেওয়া এক পোস্টে তিনি এই ঘোষণা দেন। সেখানে ট্রাম্প লিখেছেন, ‘এটি ঘোষণা করতে পারা আমার জন্য অত্যন্ত সম্মানের যে ‘বোর্ড অব পিস’ গঠিত হয়েছে। এই বোর্ডের সদস্যদের নাম শিগগিরই ঘোষণা করা হবে।’ খবর বাসসের।

তিনি আরও বলেন, আমি নিশ্চিতভাবে বলতে পারি এটি যেকোনো সময়, যেকোনো স্থানে গঠিত সবচেয়ে মহান এবং মর্যাদাপূর্ণ বোর্ড। ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়। যুদ্ধপরবর্তী গাজার দৈনন্দিন প্রশাসনিক কাজ পরিচালনার জন্য সমপ্রতি ১৫ সদস্যের একটি ফিলিস্তিনি ‘টেকনোক্র্যাট কমিটি’ গঠনের ঘোষণা দেওয়া হয়েছে। এই কমিটি মূলত ট্রাম্পের নেতৃত্বাধীন ‘বোর্ড অব পিস’এর অধীনে কাজ করবে। পরিকল্পনার অংশ হিসেবে গাজার নিরাপত্তা নিশ্চিত করতে এবং ফিলিস্তিনি পুলিশ বাহিনীকে প্রশিক্ষণ দিতে সেখানে একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী মোতায়েনের কথাও বলা হয়েছে। হামাসের জ্যেষ্ঠ নেতা বাসেম নাইম বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেন, বল এখন মধ্যস্থতাকারী, যুক্তরাষ্ট্রের গ্যারান্টার এবং আন্তর্জাতিক সমপ্রদায়ের কোর্টে। এই কমিটিকে শক্তিশালী করার দায়িত্ব এখন তাদের।’ গত ১০ অক্টোবর মার্কিন সমর্থিত এই শান্তি পরিকল্পনা কার্যকর হয়।

পূর্ববর্তী নিবন্ধগ্রেপ্তারে বাধা : সাবেক প্রেসিডেন্ট ইউনকে ৫ বছরের কারাদণ্ড দিল দক্ষিণ কোরিয়া
পরবর্তী নিবন্ধবেইজিংয়ে সি-কার্নি বৈঠক : কৌশলগত অংশীদারত্বের’ আহ্বান