ইসরায়েলি সেনাবাহিনীর এলাকাবাসীদের বাড়িঘর খালি করার নির্দেশের মুখে গাজার পূর্বাঞ্চলীয় দ্বিতীয় শহর খান ইউনুস ছেড়ে পালাচ্ছে ফিলিস্তিনিরা। প্রত্যক্ষদর্শীরা রাতভর এবং সকালেও খান ইউনুসের আশপাশে একাধিক ইসরায়েলি হামলার কথা জানিয়েছেন। ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট এবং এক চিকিৎসাকর্মী এসব হামলায় আটজন নিহত ও ৩০ জনের বেশি আহত হওয়ার কথা জানিয়েছে। খবর বিডিনিউজের। ওই এলাকার ইউরোপীয়ান গাজা হাসপাতাল থেকে পালাচ্ছে রোগী ও চিকিৎসাকর্মীরা। রেডক্রস রোগীদের অন্য হাসপাতালে স্থানান্তরে সহায়তা করছে। আল–জাজিরা জানায়, হাসপাতালটিতে মাত্র তিনজন রোগী রয়ে গেছে বলে জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি রিক। ইসরায়েল অধিবাসী এবং বাস্তুচ্যুত ফিলিস্তিনিদেরকে নগরীর পশ্চিম দিকে সরে যেতে বলেছে। তবে অধিবাসী এবং আন্তর্জাতিক ত্রাণ সংস্খাগুলো বলছে, অবরুদ্ধ ভূখণ্ডে কোথাও যাওয়ার নিরাপদ জায়গা নেই। খান ইউনিসের বেশির ভাগ এলাকাই এ বছরের শুরুর দিকে হামাসের বিরুদ্ধে ইসরায়েলের হামলায় ধ্বংস হয়ে গেছে।
কিছু অধিবাসী পরে খান ইউনিসে ফিরে এসেছিল। আবার রাফায় ইসরায়েলের হামলা থেকে বাঁচতেও এখানে কিছু অধিবাসী ফিরে এসেছিল।












