ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার প্রধান হাসপাতাল আল শিফার পরিচালকসহ কয়েকজন জ্যেষ্ঠ চিকিৎসক ও কর্মীদের গ্রেপ্তার করেছে ইসরায়েলি বাহিনী। গতকাল বৃহস্পতিবার এক প্রতিবেদনে এতথ্য জানায় আল জাজিরা। খবরে কখন তাদের গ্রেপ্তার করা হয়েছে সে ব্যাপারে কোনো তথ্য দেওয়া হয়নি। তবে আল শিফা হাসপাতালের চিকিৎসক খালিদ আবু সামরার বরাত দেওয়া হয়েছে। আবু সামারা আল জাজিরাকে বলেছেন, বৃহস্পতিবার ইসরায়েলি বাহিনী হাসপাতালের পরিচালক মোহাম্মদ আবু সালমিয়াকে গ্রেপ্তার করেছে। খবর বাংলানিউজের।