গাজায় হামাস নেতা হানিয়ার বাড়িতে ইসরায়েলের বিমান হামলা

| শুক্রবার , ১৭ নভেম্বর, ২০২৩ at ৬:৩৩ পূর্বাহ্ণ

ইসরায়েলি বাহিনী জানিয়েছে, তারা গাজায় হামাস নেতা ইসমাইল হানিয়ার বাড়িতে বিমান হামলা চালিয়েছে। বৃহস্পতিবার সকালে সামাজিক মাধ্যম এক্স প্ল্যাটফর্মে এক ঘোষণায় ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানায়, তারা বুধবার রাতে হামাসের রাজনৈতিক ব্যুরো প্রধানের বাড়িতে হামলা চালাতে জঙ্গি বিমান ব্যবহার করেছে। হানিয়ার বাড়িটি সন্ত্রাসী অবকাঠামো হিসেবে ব্যবহৃত হতো বলে অভিযোগ করেছে আইডিএফ। তারা বলেছে, হানিয়ার বাড়ি সন্ত্রাসী অবকাঠামো হিসেবে ব্যবহার করা হতো আর প্রায়ই সেটি ইসরায়েলের বেসামরিক ও আইডিএফ সেনাদের বিরুদ্ধে সন্ত্রাসী হামলা পরিচালনার জন্য জ্যেষ্ঠ হামাস নেতাদের বৈঠক স্থলের কাজ করতো। খবর বিডিনিউজের।

বিবিসি জানিয়েছে, তারা ইসরায়েলের এসব অভিযোগ স্বাধীনভাবে যাচাই করতে সক্ষম হয়নি। হানিয়াকে ব্যাপকভাবে হামাসের সামগ্রিক নেতা বলে বিবেচনা করা হয়। ২০১৭ সালে তিনি হামাসের রাজনৈতিক ব্যুরোর প্রধান নির্বাচিত হন। তবে কয়েক বছর ধরে তিনি কাতারে বসবাস করছেন। ২০০৬ সালে হানিয়াকে ফিলিস্তিনের প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছিলেন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। কিন্তু ২০০৭ সালে হামাস প্রাণঘাতী এক সংঘর্ষের মধ্য দিয়ে আব্বাসের ফাতাহ পার্টিকে গাজা থেকে হটিয়ে দেয়। এরপর আব্বাস হানিয়াকে বরখাস্ত করেন। আব্বাসের এই পদক্ষেপকে অসাংবিধানিক অভিহিত করে প্রত্যাখ্যান করেছিলেন হানিয়া।

পূর্ববর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ৬.১২ কোটি টাকা
পরবর্তী নিবন্ধমিয়ানমারে জরুরি অবস্থার জন্য প্রস্তুত হওয়ার নির্দেশ