গাজায় হামলার নিন্দা জানিয়ে প্রতিবাদ সমাবেশ অব্যাহত

আজাদী প্রতিবেদন | বুধবার , ৯ এপ্রিল, ২০২৫ at ৮:৪৮ পূর্বাহ্ণ

গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের নির্বিচারে হামলার প্রতিবাদে গতকাল মঙ্গলবার ও নগর ও জেলার বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল হয়েছে। মিছিল থেকে ফিলিস্তিনিদের ওপর হামলা বন্ধের আহবান জানানো হয়। একইসঙ্গে ডাক দেয়া হয় ইসরাইলি পণ্য বর্জনের। তবে ইসরাইলি পণ্য নিষিদ্ধ করতে গিয়ে বিভিন্ন স্থাপনায় হামলা, ভাঙচুর ও মালামাল লুটপাটের মত জঘন্য কর্মসূচি থেকে বিরত থাকারও আহবান জানানো হয়।

চান্দগাঁও ওয়ার্ড বিএনপি : ফিলিস্তিনে ইসরাইলি গণহত্যার প্রতিবাদে গতকাল মঙ্গলবার চান্দগাঁও পাঠানিয়া গোদা এলাকায় ৪নং চান্দগাঁও ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি পাঠানিয়া গোদা থেকে শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষীণ করে সিএন্ডবি এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহবায়ক আবু সুফিয়ান।

তিনি বলেন, ফিলিস্তিন একটি স্বাধীন রাষ্ট্র। তাদের ওপর ইসরায়েলি হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। নিরীহ গাজাবাসীদের ওপর বর্বরোচিত হামলায় হাজার হাজার সাধারণ জনগণ, শিশু ও নারী পুরুষ মারা যাচ্ছে। ইসরাইল গাজায় যে গণহত্যা ও বর্বরতা চালাচ্ছে, তা ইতিহাসের সব নিষ্ঠুরতাকে হার মানিয়েছে। জাতিসংঘের প্রতি আমরা আহ্বান জানাচ্ছি ইসরায়েলি হামলা বন্ধ করতে হবে।

বক্তব্য রাখেন নকীব উদ্দিন ভূইয়া, গিয়াস উদ্দিন ভূইয়া, সালামত আলী, নুরুল আমিন, নওশাদ আল জাসেদুর রহমান, ফয়সাল মোরশেদ, ইসহাক জয়, নাজিম উদ্দিন, মো. আরিফ, মো.রুবেল।

ড্যাব (ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ): গাজা ও ফিলিস্তিনে ইসরাইলী নৃশংস হামলা ও বর্বর হত্যাযজ্ঞের প্রতিবাদে গতকাল মঙ্গলবার চট্টগ্রাম মেডিকেল কলেজের মেইন গেইটের সামনে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) চট্টগ্রাম জেলা, চট্টগ্রাম মেডিকেল কলেজ ও মহানগর শাখার উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। ড্যাব চমেক শাখার সভাপতি অধ্যাপক ডা. জসিম উদ্দিনের সভাপতিত্বে এবং ড্যাব চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক ডা. বেলায়েত হোসেন ঢালীর পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন ড্যাব জেলা সভাপতি অধ্যাপক ডা. তমিজ উদ্দিন আহমেদ, মহানগর শাখার সভাপতি অধ্যাপক ডা. আব্বাস উদ্দিন, ড্যাবের উপদেষ্টা ডা. আবুল কালাম, ড্যাব মহানগর শাখার সাবেক সভাপতি ডা. আশরাফুল কবির ভূঁইয়া, চমেক শাখার সাধারণ সম্পাদক ডা. ফয়েজুর রহমান, মহানগর শাখার সাধারণ সম্পাদক ডা. ইফতেখারুল ইসলাম, ডা. নুরুল করিম চৌধুরী, ডা. ঈসা চৌধুরী, ডা. ইমরোজ উদ্দিন, ডা. সৈয়দ মাহতাব উল ইসলাম, ডা. রিফাত কামাল রনি, ডা. মিনহাজুল আলম, ডা. ইমরান হোসেন, ডা. তানভীর হাবীব তান্না, ডা. সায়েফ উদ্দিন সোহাগ, ডা. মোনায়েম ফরহাদ, ডা. সাদ্দাম হোসেন, ডা. মেহেদী হাসান, ডা. রিয়াসাত শাহাবুদ্দিন ও ডা. তারেকুল ইসলাম।

মানবন্ধনে বক্তারা অবিলম্বে ইসরাইলকে ফিলিস্তিনে বর্বর হামলা থেকে বিরত রাখতে জাতিসংঘ এবং বাংলাদেশ সরকারসহ আন্তর্জাতিক সমপ্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানান। বাংলাদেশ সরকারকে এ ব্যাপারে অগ্রনী ভূমিকা রাখতে জোর দাবি জানান তারা। পাশাপাশি ইসরাইলী পণ্য নিষিদ্ধ করতে গিয়ে বিভিন্ন স্থাপনায় হামলা, ভাংচুর ও মালামাল লুটপাটের মত জঘন্য কর্মসূচি থেকে বিরত থাকতে সাধারণ জনগণের প্রতি অনুরোধ জানান।

রাউজান ছাত্রদল : গাজায় ইসরায়েলের বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে কেন্দ্রীয় ছাত্রদল ঘোষিত মুখে কালো কাপড় বেধে অবস্থান কর্মসূচি গতকাল মঙ্গলবার দক্ষিণ রাউজানের নোয়াপাড়া ডিগ্রী কলেজের সামনে পালিত হয়েছে।

এতে নোয়াপাড়া ডিগ্রী কলেজ ও ইমাম গাজ্জালী ডিগ্রি কলেজ শিক্ষার্থীসহ ছাত্রনেতারা অংশ নেন। প্রধান অতিথি ছিলেন উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক সাইফুল আযম ছোটন। উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহব্বায়ক জাহেদুল ইসলামের সভাপতিত্বে ও উত্তর জেলা ছাত্রদলের সদস্য আরাফাত নয়ন ও উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আবদুল কাদেরের সঞ্চালনায় এতে প্রধান বক্তা ছিলেন সাবেক জেলা ছাত্রদল নেতা সাইফ তারেক। বিশেষ বক্তা ছিলেন উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মোহাম্মদ মুরাদ। উপস্থিত ছিলেন ছাত্রনেতা মোহাম্মদ রুবেল, মো. পাভেল, হৃদয়, ওসমান, সাজিদ, নোমান, ইয়াকুব, ইব্রাহিম আল আজাদ,তৌহিদ, সিজুকা আকতার, মেরুন্নেছা,জান্নাত, কামরুন নাহার, ফরিদা, সাদিয়া আকতার, সুমাইয়া, আনিকা, শহিদ, আবদুল্লাহ, জয়, ইমরান, শান্ত বরুয়া, মুরাদ, বাপ্পারাজ, জয়নাল ও জামশেদ। বক্তারা ফিলিস্তিনে ইসরাইলি গণহত্যা বন্ধের আহবান জানান। এছাড়া দেশবাসীর প্রতি ইসরাইলি পণ্য বর্জনের আহবান জানান।

এনজেএএফ : গাজায় ইসরায়েলের চলমান গণহত্যার প্রতিবাদে জাতীয়তাবাদী জুলাই আগস্ট আহত যোদ্ধা (এনজেএ এফ) উদ্যোগে গতকাল মঙ্গলবার চট্টগ্রাম প্রবর্তক মোড়ে সড়ক অবরোধ, বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয়তাবাদী জুলাই আগস্ট এর আহত যোদ্ধা আলিফ উদ্দিন রুবেল। ফারহান জামিলের সভাপতিত্বে উপস্থিত ছিলেন আহত যোদ্ধা মোহাম্মদ আরিফ ইসলাম, জহুরুল ইসলাম জিসান, দেলোয়ার হোসেন, মোহাম্মদ মুহিত, মো. আশিক, মাওলানা ওসমান কাসেমী, মো. এরশাদ, ইব্রান ওয়াহিদ মারুফ।

আলিফ উদ্দিন রুবেল বলেন, ইসরায়েল যে বর্বরতা গাজায় চালাচ্ছে, তা ইতিহাসে নজিরবিহীন। বিশ্ব সমপ্রদায়ের উচিত এখনই একতাবদ্ধ হয়ে এই গণহত্যা বন্ধে কার্যকর উদ্যোগ নেওয়া।

প্রিমিয়ার ইউনিভার্সিটি : প্রিমিয়ার ইউনিভার্সিটি ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের চলমান গণহত্যা ও বর্বর হামলার তীব্র প্রতিবাদ জানিয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১১টায় প্রিমিয়ার ইউনিভার্সিটির জিইসি মোড়স্থ ক্যাম্পাস চত্বরে ইউনিভার্সিটির শিক্ষার্থীরা এই প্রতিবাদ জানায়। তাদের সঙ্গে প্রতিবাদ সমাবেশে যোগদান ও ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করেন প্রিমিয়ার ইউনিভার্সিটির শিক্ষকশিক্ষিকা ও কর্মকর্তাকর্মচারীবৃন্দ।

এই প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন কলা ও সমাজবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহীত উল আলম ও রেজিস্ট্রার জনাব মোহাম্মদ ইফতেখার মনির।

তাঁরা বক্তব্যে ফিলিস্তিনের গাজায় ইসরায়েল বাহিনীর গণহত্যা ও হামলার তীব্র নিন্দা জ্ঞাপন করেন এবং অবিলম্বে ইসরায়েল বাহিনীকে এই গণহত্যা ও হামলা বন্ধের আহ্বান জানান।

প্রতিবাদ সমাবেশ শেষে প্রতিবাদী শিক্ষার্থীরা জিইসির মোড় থেকে গোলপাহাড় পর্যন্ত একটি র‌্যালি বের করে। উল্লেখ্য, গাজায় ইসরায়েলের চলমান গণহত্যা ও বর্বর হামলার তীব্র প্রতিবাদে বৈশ্বিক কর্মসূচি ‘নো ওয়ার্ক, নো স্কুল’এর আওতায় প্রিমিয়ার ইউনিভার্সিটি ০৭ ও ০৮ এপ্রিল দু’দিন শিক্ষাকার্যক্রমও বন্ধ রাখে।

চবি ছাত্রদল : ফিলিস্তিনের গাজা ও রাফায় ইজরায়েলের গণহত্যার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রদল। গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে এক প্রতিবাদ সমাবেশে এ নিন্দা জানান তারা।

স্টপ জেনোসাইড ইন গাজা সলিডারিটি’ শীর্ষক প্রতিবাদ সমাবেশে সংগঠনের সভাপতি আলাউদ্দিন মুহসিনের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইয়াসিনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী শিক্ষক, কর্মকর্তাকর্মচারী এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিভিন্ন হল এবং অনুষদের নেতৃবৃন্দ।

সভায় বক্তারা বলেন, পশ্চিমা বিশ্ব ও জায়নবাদীরা ১৯৪৮ সালে বেলফোর ঘোষণার মাধ্যমে পৃথিবীর ইতিহাসে ফিলিস্তিনিদের যে নিধনযজ্ঞ শুরু করেছে তার চূড়ান্ত পরিণতি ২০২৫ এ সকল ফিলিস্তিনিকে বাস্তুহারা করে মানবাধিকারের করব রচনা করা। ইসরায়েল কোন রাষ্ট্র নয় বরং এটা একটা জায়নবাদী জঙ্গি সংগঠন। বক্তারা মানবতার জয়গান গেয়ে, ফিলিস্তিনের স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণার দাবি জানান। পাশাপাশি জেনোসাইড কনভেনশনের কথা স্মরণ করে আন্তর্জাতিক আদালতে নেতানিয়াহু ও তার দোষরদের বিচার দাবি করেন।

শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি প্রফেসর ড. মো. আলআমিন, সাধারণ সম্পাদক প্রফেসর ড. নসরুল কদির, সিনিয়র সহসভাপতি প্রফেসর ড. আল ফোরকান, সাংগঠনিক সম্পাদক প্রফেসর ড. শফিকুল ইসলাম ও শিক্ষক ড. মোহাম্মদ আমানুল্লাহ।

পূর্ববর্তী নিবন্ধফিলিস্তিনের সার্বভৌমত্ব নিশ্চিত করতে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হতে হবে
পরবর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ৬.৫১ কোটি টাকা