গাজায় হত্যা ও হামলার প্রতিবাদে সীতাকুণ্ডে বিশাল বিক্ষোভ মিছিল

সীতাকুণ্ড প্রতিনিধি | সোমবার , ৭ এপ্রিল, ২০২৫ at ১১:৫০ অপরাহ্ণ

সীতাকুণ্ড উপজেলার পৌরসভাসহ বিভিন্ন স্পটে বিশাল বিক্ষোভ মিছিল বের হয়েছে। ফিলিস্তিনের গাজায় ইসরাইলি বাহিনী কর্তৃক ইতিহাসের বর্বরোচিত রেকর্ড পরিমাণ হামলা ও নৃশংসতার প্রতিবাদে সর্বস্তরের মানুষ ও ছাত্র জনতার উদ্যোগে এ বিক্ষোভ মিছিল বের করা হয়।

বিক্ষোভ মিছিলে বিভিন্ন স্পটগুলোতে দলবল নির্বিশেষে সর্বস্তরের হাজার হাজার মানুষ ও ছাত্র জনতা এ মিছিলে দলে দলে অংশগ্রহণ করেন।

সোমবার দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলার বিভিন্ন স্পটে সর্বস্থতরের ছাত্র জনতার ব্যানারে এই বিক্ষোভ মিছিল উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক গুলো প্রদক্ষিণ করে। ফিলিস্তিনে নিরিহ মানুষ হত্যা অবিলম্বে বন্ধ ও স্বাধীন ফিলিস্তিন রাস্ট্র প্রতিষ্ঠার দাবি জানান বিক্ষোভকারীরা ।
এদিকে পৌরসভা চত্তরে এক সংক্ষিপ্ত পথসভার মাধ্যমে শেষ হয় বিক্ষোভ মিছিল ও পথসভা।

পূর্ববর্তী নিবন্ধইসরায়েলি নৃশংস গণহত্যার প্রতিবাদে লোহাগাড়ায় বিক্ষোভ
পরবর্তী নিবন্ধফটিকছড়িতে মা ও ভাইয়ের ঘাতক ইয়াছিন গ্রেপ্তার, থানা ঘেরাও!