গাজায় সামরিক অভিযান বাড়ানোর পরিকল্পনা অনুমোদন করল ইসরায়েল

| মঙ্গলবার , ৬ মে, ২০২৫ at ৮:০৩ পূর্বাহ্ণ

ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের বিরুদ্ধে গাজায় সামরিক অভিযান সমপ্রসারণের পরিকল্পনা অনুমোদন করেছে ইসরায়েলি নিরাপত্তা মন্ত্রিসভা। পরিকল্পনার মধ্যে আছে গাজা দখল করা এবং ভূখন্ডটির নিয়ন্ত্রণ ধরে রাখা। খবর বিডিনিউজের।

গাজায় অভিযান বাড়ানোর প্রস্তুতি হিসাবে ইসরায়েলে কয়েক হাজার রিজার্ভ সেনা তলব করেছে বলে খবর পাওয়া গেছে। হামাসকে পরাস্ত করা এবং তাদের হাতে বন্দি বাদবাকি জিম্মিদের ফিরিয়ে আনতে চাপ বাড়ানোর লক্ষ্যে এই পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছে ইসরায়েল। কয়েকটি খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প আগামী সপ্তাহে অঞ্চলটি ভ্রমণ করার পরই কেবল এ পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নিরাপত্তা মন্ত্রিসভা রোববার সন্ধ্যায় গাজা অভিযান নিয়ে আলোচনায় বসে। গাজায় গত ১৮ মার্চে ২ মাসের যুদ্ধবিরতি ভেস্তে যাওয়ার পর ইসরায়েল সেখানে নতুন করে পূর্ণশক্তি নিয়ে এই অভিযান শুরু করেছিল। ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভার রোববারের বৈঠকে গাজায় কয়েকমাসে স্থলঅভিযান ধীরে ধীরে বাড়ানোর পক্ষে সর্বসম্মত ভোট পড়েছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম।

পূর্ববর্তী নিবন্ধপেরুতে অপহরণের পর সোনার খনিতে মিলল ১৩ শ্রমিকের মৃতদেহ
পরবর্তী নিবন্ধকুখ্যাত আলকাতরাজ কারাগার ফের চালুর নির্দেশ ট্রাম্পের