গাজায় ইসরায়েলি হামলায় হতভম্ব হওয়ার মতো সংখ্যায় শিশু হতাহত হওয়ার ঘটনায় নিন্দা জানিয়েছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা (ইউনিসেফ)। একইসঙ্গে সংস্থাটি বলেছে, এটা আমাদের বিবেকের ওপর কলঙ্ক। তিন সপ্তাহেরও কম সময়ে গাজায় ২,৩৬০ শিশু নিহত হয়েছে জানিয়ে ইউনিসেফ অবিলম্বে যুদ্ধবিরতি এবং মানবিক সহায়তার জন্য টেকসই ও বাধাহীন প্রবেশাধিকারের আহ্বান জানিয়েছে। খবর বাংলানিউজের।
মঙ্গলবার ইউনিসেফ জানিয়েছে, গাজায় অবিরাম হামলায় আরও ৫ হাজার ৩৬৪ শিশু আহত হয়েছে। অবরুদ্ধ ফিলিস্তিনি ছিটমহলগুলোতে প্রতিদিন চারশর বেশি শিশু নিহত বা আহত হচ্ছে বলে জানা গেছে। ইউনিসেফের মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার আঞ্চলিক পরিচালক অ্যাডেল খোদর বলেন, গাজা উপত্যকার পরিস্থিতি আমাদের সম্মিলিত বিবেকের ওপর একটি ক্রমবর্ধমান কলঙ্ক। শিশুদের মৃত্যু ও আহত হওয়ার হার ইউনিসেফ জানিয়েছে, গাজা উপত্যকার প্রায় প্রতিটি শিশু ব্যাপক ধ্বংসযজ্ঞ, নিরবচ্ছিন্ন হামলা, বাস্তুচ্যুতি এবং খাদ্য, পানি ও ওষুধের মতো নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মারাত্মক ঘাটতির কারণে গভীর বেদনাদায়ক ঘটনা ও আঘাতের সম্মুখীন হয়েছে।












