গাজায় যুদ্ধ আরও ৭ মাস চলতে পারে : ইসরায়েল

| শুক্রবার , ৩১ মে, ২০২৪ at ১০:১০ পূর্বাহ্ণ

ফিলিস্তিনের গাজায় যুদ্ধ আরও ৭ মাস চলতে পারে বলে জানিয়েছে ইসরায়েল। রাফা অভিযানে ইসরায়েলি ট্যাংক নগরীর প্রাণকেন্দ্রে ঢুকে পড়ার পর ইসরায়েলের এক কর্মকর্তা এমন কথা জানালেন। ইসরায়েলের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জাচি হানেগবি গত বুধবার বেতারে এক সাক্ষাৎকারে বলেছেন, ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভা ২০২৪ সালকে যুদ্ধের বছর হিসাবে নিরূপণ করেছে। মন্ত্রিসভায় যুদ্ধ পরিকল্পনা পেশের প্রথম দিনগুলোতে অকপটেই বলে দেওয়া হয়েছে যে, যুদ্ধ দীর্ঘ হবে। আমরা এখন ২০২৪ সালের পঞ্চম মাসে আছি। এর মানেআমরা আশা করছি যে, আরও সাত মাসের লড়াইয়ে আমরা হামাস এবং ইসলামিক জিহাদের সামরিক ও শাসনক্ষমতা ধ্বংস করার লক্ষ্য অর্জন করতে পারব। খবর বিডিনিউজের। গাজায় প্রায় আট মাস ধরে চলা আগ্রাসনের পর ইসরায়েল বিশ্ব মঞ্চে নিজেকে অনেকটাই বিচ্ছিন্ন অবস্থায় দেখতে পাওয়ার এই সময়ে ইসরায়েলি কর্মকর্তার এমন বক্তব্য এল। এর মধ্য দিয়ে ইসরায়েল এমন ইঙ্গিতই দিল যে, হামাসের দাবি মেনে তারা যুদ্ধ শেষ করতে প্রস্তুত নয়। যুক্তরাষ্ট্রসহ ইসরায়েলের অন্যান্য ঘনিষ্ঠ মিত্রদেশগুলোও সম্প্রতি গাজায় সাধারণ মানুষের মৃত্যু নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে। এমন অবস্থায় গাজায় যুদ্ধ বন্ধে ইসরায়েলের ওপর আন্তর্জাতিক চাপ বাড়ছে। তার মধ্যেই গাজায় চলমান যুদ্ধ চলতি বছরের শেষ পর্যন্ত স্থায়ী হওয়ার কথা জানালেন ইসরায়েলের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। মিশর সীমান্তবর্তী রাফা নগরীতে চলমান অভিযানের পক্ষে যুক্তি দেখিয়ে তিনি বলেন, হামাস গাজার নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে সীমান্তসংলগ্ন এলাকা চোরাচালানের রাজ্য হয়ে উঠেছে। সীমান্ত লঙ্ঘন করে ইসরায়েলে রকেট, বিস্ফোরক ডিভাইস, গুলি ছোড়া হয়েছে। ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের অস্ত্র চোরাচালান বন্ধ করতেই মিশর সীমান্তে বাফার জোনের একতৃতীয়াংশ ইসরায়েলি সেনাবাহিনী দখল করেছে এবং এর পুরোটাই নিয়ন্ত্রণ করা তাদের লক্ষ্য বলে ইসরায়েল জানিয়েছে।

১৯৭৯ সালে মিশর ও ইসরায়েলের মধ্যকার শান্তিচুক্তি অনুযায়ী, গাজা ও মিশরের মধ্যে বাফার জোন গড়ে তোলা হয়েছিল। বুধবার ইসরায়েলের সামরিক বাহিনীর এক মুখপাত্র এই বাফার জোন নিয়ন্ত্রণে নেওয়ার কথা জানান

পূর্ববর্তী নিবন্ধদক্ষিণ আফ্রিকায় নির্বাচন সংখ্যাগরিষ্ঠতা হারাচ্ছে এএনসি
পরবর্তী নিবন্ধ তৃতীয় ধাপে ভোটের হার ৩৬%