গাজায় ১৫ মাসের যুদ্ধ এবং শত সহস্র প্রাণ ঝরে যাওয়ার পর অবশেষে ইসরায়েল এবং হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তিতে উপনীত হতে পেরেছেন আলোচকরা। এক কর্মকর্তা একথা জানিয়েছেন। গতকাল বুধবার এ চুক্তি হয়েছে। তবে চুক্তির আনুষ্ঠানিক ঘোষণা এখনও দেওয়া হয়নি। চুক্তির আওতায় প্রাথমিকভাবে ছয় সপ্তাহের পর্যায়ক্রমিক যুদ্ধবিরতি করা এবং গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার করাসহ ইসরায়েলের কারাগারে বন্দি ফিলিস্তিনিদের বিনিময়ে হামাসের হাতে বন্দি ইসরায়েলি জিম্মিদের মুক্তি দেওয়ার পরিকল্পনা আছে। যুক্তরাষ্ট্রের সমর্থনে কাতার এবং মিশরের মধ্যস্থতায় কয়েকমাস ধরে থেমে থেমে চলা আলোচনার পর এ চুক্তি হল। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০ জানুয়ারিতে শপথ নেওয়ার আগে দিয়ে এল ইসরায়েল–হামাসের চুক্তিতে পৌঁছার এই খবর। ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস জানিয়েছে, তাদের প্রতিনিধিরা মধ্যস্থতাকারীদের কাছে গাজায় যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তির এই চুক্তিতে অনুমোদন দিয়েছেন। খবর বিডিনিউজের। এর আগে ফিলিস্তিনের এক কর্মকর্তা কাতারে চুক্তিটি নিয়ে আলোচনা চলার সময় এতে হামাস মৌখিক সম্মতি দিয়েছে বলে জানিয়েছিলেন। তবে চূড়ান্তভাবে লিখিত সম্মতি দেওয়ার জন্য হামাসের অপেক্ষায় থাকার কথা বলেছিলেন তিনি।
ওদিকে, ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, তিনি ইউরোপ সফর সংক্ষিপ্ত করে বুধবার রাতেই ইসরায়েলে ফিরে যাচ্ছেন নিরপত্তা মন্ত্রিসভার বৈঠকে অংশ নেওয়া এবং চুক্তিটি নিয়ে সরকারের ভোটাভুটির জন্য। এই ভোট হতে পারে বৃহস্পতিবারের মধ্যে।
গত এক বছরে গাজা একদম ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এমনকি যুদ্ধে নিহত হয়েছে হাজার হাজার ফিলিস্তিনি। ছিটমহলটির বেশিরভাগ বাসিন্দা এখন গৃহহীন। এখনও প্রতিদিন বহু মানুষকে হত্যা করছে ইসরায়েল। যুদ্ধবিরতি কার্যকর হলে বৃহত্তর মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতা কিছুটা হলেও হ্রাস পাবে। যুদ্ধবিরতি চুক্তির আওতায়, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হাতে আটক হওয়া প্রায় ১০০ জন জিম্মিকে ফিরিয়ে দেবে ফিলিস্তিন। বিনিময়ে ফিলিস্তিনি বন্দিদের মুক্তি দেবে ইসরায়েল। প্রথম ধাপে ৩৩ জন জিম্মিকে মুক্তি দেওয়া হবে। ওদিকে এর বিনিময়ে এক হাজার ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে ইসরায়েল। ইসরায়েলের হিসাব অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাস নেতৃত্বাধীন যোদ্ধারা গাজার সীমান্তবর্তী দক্ষিণ ইসরায়েলে হামলা চালিয়ে ১২০০ জনকে হত্যা ও ২৫০ জনেরও বেশি লোককে জিম্মি করে। ফিলিস্তিনের স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, ওই দিন থেকেই ইসরায়েলি বাহিনী গাজায় নির্বিচার হামলা শুরু করে এ পর্যন্ত ৪৬ হাজারেরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে।