গাজায় যুদ্ধবিরতির নতুন প্রস্তাব মূল্যায়ন করে দেখছে হামাস

| বুধবার , ৩১ জানুয়ারি, ২০২৪ at ১০:১১ পূর্বাহ্ণ

গাজায় যুদ্ধবিরতির নতুন একটি প্রস্তাব গতকাল মঙ্গলবার হাতে পাওয়ার কথা জানিয়েছে হামাস। যেটি মূল্যায়ন করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন হামাস নেতা ইসমাইল হানিয়েহ। গত ৭ অক্টোবর থেকে গাজা যুদ্ধ চলছে। যে যুদ্ধ এখন আশেপাশের অঞ্চলগুলোতে ছড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি হয়েছে। মঙ্গলবার অধিকৃত পশ্চিম তীরের জেনিনে ইবনে সিনা হাসপাতালে ইসরায়েলের একদল ছদ্মবেশী সেনা অভিযান চালিয়ে তিন ফিলিস্তিনিকে হত্যা করে। খবর বিডিনিউজের।

ইসরায়েলের দাবি, নিহত তিন ফিলিস্তিনি বন্দুকধারী ছিল। যাদের একজন হামাস সদস্য এবং হামলার পরিকল্পনা করেছিল। বাকি দুইজন ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার সঙ্গে জড়িত ছিল।

মঙ্গলবার হামাস নেতা হানিয়েহ বলেন, প্যারিসে আলোচনার পর তাদের কাছে একটি যুদ্ধবিরতির প্রস্তাব পাঠানো হয়েছে। আমি পরিকল্পনাটি পড়ে দেখবো এবং এটা নিয়ে আলোচনার জন্য কায়রো যাব।

হামাসের মূল দাবি, ইসরায়েলের আক্রমণ সম্পূর্ণ বন্ধ করা এবং গাজা থেকে সব ইসরায়েলি সেনা প্রত্যাহার করে নেওয়া। নতুন যুদ্ধবিরতি পরিকল্পনায় কি কি প্রস্তাব রাখা হয়েছে সে বিষয়ে হানিয়েহ বিস্তারিত কিছু জানাননি। তবে প্যারিসে সিআইএ পরিচালক উইলিয়াম বার্নস, কাতারের প্রধানমন্ত্রী, ইসরায়েলের গোয়েন্দা বিভাগ মোসাদের প্রধান এবং মিশরের গোয়েন্দা বাহিনীর প্রধানের মধ্যে যে আলোচনা হয়েছে তারপর এই যুদ্ধবিরতি প্রস্তাব পাঠানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধমানবদেহে ‘ব্রেইন চিপ’ বসিয়েছে নিউরালিংক
পরবর্তী নিবন্ধইরানের সঙ্গে যুদ্ধ চায় না যুক্তরাষ্ট্র