গাজায় যুদ্ধবিরতির দাবিতে নিউ ইয়র্কের গ্রান্ড সেন্ট্রাল অবরোধ

| রবিবার , ২৯ অক্টোবর, ২০২৩ at ৬:৫৭ পূর্বাহ্ণ

ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি দাবি করা কয়েকশ বিক্ষোভকারী নিউ ইয়র্কের গ্রান্ড সেন্ট্রাল টার্মিনাল বন্ধ করে দিয়েছে। স্থানীয় সময় শুক্রবার ঘটনা ঘটেছে বলে নগরীর মেট্রোপলিটন পরিবহন কর্তৃপক্ষ (এমটিএ) জানিয়েছে। নিজেদের ওয়েবসাইটে এমটিএ বলেছে, একটি প্রতিবাদের কারণে গ্রান্ড সেন্ট্রাল টার্মিনাল বন্ধ রাখা হয়েছে। পরবর্তী বিজ্ঞপ্তি না দেওয়া পর্যন্ত এটি বন্ধ থাকবে। যাত্রীদের বিকল্প স্টেশনগুলো ব্যবহারের পরামর্শ দিয়েছে তারা আর অতিরিক্ত সময় ভ্রমণ করার পরিকল্পনা করতে বলেছে। খবর বিডিনিউজের। স্টেশন ভবনের ভেতরে টাঙানো একটি ব্যানারে লেখা ছিল, মৃতদের জন্য শোক এবং জীবিতদের জন্য নরকের মতো লড়াই করুন। রয়টার্স জানিয়েছে, সামাজিক মাধ্যমে আসা ছবিগুলোতে বিক্ষোভকারীদের ট্রেন স্টেশনটিতে ও মিডটাউন ম্যানহ্যাটনের ৪২তম সড়কে অবস্থান নিয়ে শ্লোগান দিতে দেখা গেছে। আইন প্রয়োগকারীরা এখান থেকে বহু বিক্ষোভকারীকে গ্রেপ্তার করে। জুইশ ভয়েস ফর পিস নামের একটি গোষ্ঠী বিক্ষোভের আয়োজন করেছে। ইনস্টাগ্রামে তাদের পোস্ট করা একটি ভিডিওতে দেখা গেছে, পুলিশ বিক্ষোভকারীদের লম্বা একটি লাইনকে পাহারা দিয়ে নিয়ে যাচ্ছে যাদের পরনে এখনই গোলাগুলি বন্ধ কর এবং আমাদের নামে নয় লেখা টিশার্ট আর তাদের হাত পেছনে রাখা। পোস্টে গোষ্ঠীটি লিখেছে, দুই দশকের মধ্যে এটিই সম্ভবত নিউ ইয়র্কে হওয়া সবচেয়ে বড় গণবিক্ষোভ সমাবেশ।

পূর্ববর্তী নিবন্ধইসরায়েল-হামাস সংঘাত যুদ্ধবিরতির প্রস্তাবে ভোট দেয়নি ভারত, হতবাক প্রিয়াঙ্কা গান্ধী
পরবর্তী নিবন্ধগাজায় যুদ্ধের মধ্যে লন্ডনে বাড়ছে ঘৃণা-জনিত অপরাধ