গাজা এবং পশ্চিম তীরে যা চলছে তার জন্য গোটা বিশ্বকে দায়ী করেছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। রক্তপাত অবসানে ইসরায়েলে অস্ত্র পাঠানো বন্ধ করতে আন্তর্জাতিক সমপ্রদায়কে আহ্বান জানিয়েছেন তিনি। গত বৃহস্পতিবার জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া ভাষণে আব্বাস অবিলম্বে গাজায় যুদ্ধ অবসানের ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানান। খবর বিডিনিউজের। তিনি বলেন, এই উন্মাদনা চলতে পারে না। আমাদের জনগণের যা ঘটছে তার জন্য গোটা বিশ্ব দায়ী। আমি আপনাদের কাছে অনুরোধ করছি, আল্লাহর নামে বলছি, এ অপরাধ বন্ধ করুন। এখনই বন্ধ করুন। শিশু ও নারীদের হত্যা বন্ধ করুন। গাজায় গণহত্যামূলক যুদ্ধ বন্ধ করুন।
ইসরায়েলের কাছে অস্ত্র পাঠানো বন্ধ করুন। ফিলিস্তিনকে মাতৃভূমি উল্লেখ করে আব্বাস বলেন, আমরা (এ ভূমি) ছাড়ব না। আমরা ছাড়ব না। আমরা ছাড়ব না। এটা আমাদের বাপ–দাদার জমি। এটা আমাদেরই থাকবে।