গাজায় মুসলিম গণহত্যার প্রতিবাদে গণজামায়েত ও বিক্ষোভ মিছিল কাল

| বৃহস্পতিবার , ১৭ এপ্রিল, ২০২৫ at ১০:৪৩ পূর্বাহ্ণ

ফিলিস্তিনের গাজায় ও রাফায় অবৈধ দখলদার ইসরাইলের চলমান গণহত্যার প্রতিবাদে ‘ইয়াহুদী পণ্য বর্জন কমিটিচট্টগ্রাম’ এর উদ্যোগে কাল ১৮ এপ্রিল শুক্রবার বাদ জুমা পুরাতন রেলস্টেশন চত্বরে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে। উক্ত গণজমায়েত ও মিছিলে একাত্মতা ঘোষণা করেছেন বায়তুশ শরফ মজলিসুল ওলামা বাংলাদেশের মহাসচিব মাওলানা মামুনুর রশীদ নুরী, রেলওয়ে ইঞ্জিনিয়ারিং কলোনি জামে মসজিদের খতিব মাওলানা জমির উদ্দীর জিহাদী, ফলমন্ডি জামে মসজিদের খতিব ইউছুপ বাহার যুক্তিবাদী ও জুনশাহ (রহ🙂 জামে মসজিদের খতিব অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ নুরুন্নবী। গণজমায়েতে যথাসময়ে ধর্মপ্রাণ মুসল্লীদের উপস্থিত হওয়ার অনুরোধ জানানো হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের দায়িত্বভার গ্রহণ
পরবর্তী নিবন্ধহুমকি পেয়ে থানায় জিডি, রাতে আগুনে পুড়ল চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়ি