গাজায় মিডিয়া সেন্টারে হামলা

আন্তর্জাতিক ডেস্ক | বুধবার , ২৪ জুলাই, ২০২৪ at ৪:১৯ অপরাহ্ণ

অবরুদ্ধ গাজার দক্ষিণাঞ্চলে সংবাদকর্মীদের ব্যবহৃত একটি তাঁবু লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েল। গতকাল খবর জানিয়েছে আল জাজিরা।

খবরে বলা হয়, দক্ষিণ গাজার দেইর আলবালাহ এলাকায় সংবাদকর্মীদের ব্যবহৃত একটি তাঁবুতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা। গাজার মিডিয়া সংশ্লিষ্ট দপ্তর জানিয়েছে, এ পর্যন্ত বহুবার সাংবাদিক এবং সংবাদকর্মীদের লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েল। সেই ধারাবাহিকতার এটি সর্বশেষ ঘটনা। খবরে আরও বলা হয়, ৭ অক্টোবর থেকে শুরু হওয়া চলমান ইসরায়েলি সহিংসতায় ১৬৩ জন সাংবাদিক ও সংবাদকর্মী নিহত হয়েছেন।

অন্যদিকে জাতিসংঘ জানিয়েছে, চলমান সহিংসতায় সংস্থাটির ১৯৭ জন কর্মী নিহত হয়েছেন। প্রসঙ্গত, যুদ্ধ চলাকালে সাংবাদিক এবং ত্রাণকর্মীদের লক্ষ্য করে হামলা করা যুদ্ধাপরাধের শামিল বলে গণ্য করা হয়।

পূর্ববর্তী নিবন্ধসীমান্তে কঠোর পদক্ষেপ নিতে প্রস্তুত ইসরায়েল
পরবর্তী নিবন্ধপর্তুগালে স্থায়ীভাবে বসবাসের সুযোগ