গাজায় মানবাধিকারের প্রতি নজিরবিহীন অবজ্ঞা দেখিয়েছে ইসরায়েল : ভলকার তুর্ক

| শুক্রবার , ২৮ ফেব্রুয়ারি, ২০২৫ at ১০:৫৬ পূর্বাহ্ণ

গাজায় বিপুল ধ্বংসযজ্ঞ চলেছে, বাড়িঘর থেকে শুরু করে হাসপাতাল, স্কুলেও হামলা হয়েছে। খবর বিডিনিউজের।

তার পাশাপাশি ইসরায়েল যেসব বিধিনিষেধ দিয়েছে তাতে গাজার সামরিক অভিযানে ইসরায়েল মানবাধিকারের প্রতি নজিরবিহীন অবজ্ঞা দেখিয়েছে বলে অভিযোগ করেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক। ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসও আন্তর্জাতিক আইন ভেঙেছে, বুধবার তিনি একথাও বলেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। গাজায় ইসরায়েল তাদের সামরিক অভিযানে যেভাবে নিয়মিত আন্তর্জাতিক আইন ভেঙেছে, তার ভয়াবহতা কোনো কিছু দিয়েই আড়াল করা যাবে না, গাজা, ইসরায়েলের দখলে থাকা পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমের মানবাধিকার পরিস্থিতি নিয়ে জেনিভায় মানবাধিকার কাউন্সিলে নতুন এক প্রতিবেদন দিতে গিয়ে বলেন তুর্ক। মানবাধিকার বিষয়ক জাতিসংঘের হাইকমিশনারের কার্যালয়ের প্রতিবেদনে ২০২৩ সালের ৭ অক্টোবরের পর হামাসও আন্তর্জাতিক আইনের বড় ধরনের লঙ্ঘন করেছে বলে অভিযোগ করা হয়েছে। হামাস ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে হরেদরে প্রজেক্টাইল ছুড়েছে, যা যুদ্ধপরাধের শামিল, বলেছেন তুর্ক। ২০২৩ সালের ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামলা চালিয়ে হামাস প্রায় এক হাজার ২০০ মানুষকে হত্যা এবং আড়াইশর বেশি মানুষকে জিম্মি করে বলে দাবি তেল আবিবের। এর প্রতিক্রিয়ায় ইসরায়েল সোয়া এক বছর ধরে গাজায় লাগাতার হামলা চালিয়ে যায়, যাতে প্রাণ যায় অন্তত ৪৮ হাজার মানুষের, আহতের সংখ্যা লাখ ছাড়ায়। গাজায় বিপুল ধ্বংসযজ্ঞ চলেছে, বাড়িঘর থেকে শুরু করে হাসপাতাল, স্কুলেও হামলা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধযুক্তরাষ্ট্রে হাম আক্রান্ত হয়ে এক দশকে প্রথম মৃত্যু
পরবর্তী নিবন্ধট্রাম্প মন্ত্রিসভার প্রথম বৈঠক এপি, রয়টার্সকে কভার করতে দেয়নি হোয়াইট হাউজ