ইসরায়েলের লাগাতার বোমা হামলায় ধূলিসাৎ গাজায় মানবিক বিপর্যয়ের মধ্যেই সেখানকার যুদ্ধে পারমাণবিক বোমা ফেলাটাও আরেকটি বিকল্প হিসাবে হাতে রাখার কথা বলে সাময়িক বরখাস্ত হয়েছেন ইসরায়েলের ঐতিহ্য বিষয়ক মন্ত্রী আমিচাই এলিয়াহু। সরকারি বৈঠকগুলোয় তাকে আর রাখা হচ্ছে না। নেতানিয়াহুর কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কট্টর–ডান দলের ঐতিহ্য বিষয়ক মন্ত্রী এলিয়াহু কোনও বৈঠকে অংশ নিতে পারবেন না। ইসরায়েলের বেতারে দেওয়া এক সাক্ষাৎকারে গাজায় কাল্পনিক পারমাণবিক বোমা হামলা প্রসঙ্গে কথা বলেছিলেন এলিয়াহু। খবর বিডিনিউজের।
পারমাণবিক বোমা হামলার বিষয়ে তার ভাবনা নিয়ে প্রশ্ন করা হয়েছিল। এলিয়াহুকে জিজ্ঞাসা করা হয়েছিল, গাজায় সবাইকে মেরে ফেলতে তিনি কোনও ধরনের আণবিক বোমা ফেলার পক্ষ সমর্থন করেন কিনা। জবাবে এলিয়াহু বলেছিলেন, সেটি একটি বিকল্প হতে পারে। তার এমন মন্তব্য আরব গণমাধ্যমগুলোতে শিরোনাম হয়েছে। কলঙ্কিত হয়েছে ইসরায়েলের মূলধারার সমপ্রচারমাধ্যমগুলো।