গাজায় নিহতের সংখ্যা ২৩,৮৪৩ জনে দাঁড়িয়েছে

ইসরায়েলি হামলা

| রবিবার , ১৪ জানুয়ারি, ২০২৪ at ৯:৩১ পূর্বাহ্ণ

হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় শনিবার জানিয়েছে, ফিলিস্তিন যোদ্ধা ও ইসরায়েলের মধ্যে যুদ্ধের ৯৯তম দিনে গাজা উপত্যকায় নিহতের সংখ্যা বেড়ে মোট ২৩,৮৪৩ জনে দাঁড়িয়েছে।

মন্ত্রণালয় জানায়, গত ৭ অক্টোবর ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যে যুদ্ধ ছড়িয়ে পড়ার পর থেকে এ পর্যন্ত গাজা উপত্যকায় মোট ৬০,৩১৭ জন আহত হয়েছে।

তারা আরো জানায়, গাজায় ইসরায়েলি হামলায় বহু ঘরবাড়ি ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। এসব ধ্বংসস্তুপের মধ্যে এখনো হাজার হাজার মানুষ আটকা পড়া অবস্থায় রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধইসরায়েলি বাহিনীর গণহত্যার প্রমাণ দেবে তুরস্ক
পরবর্তী নিবন্ধকধুরখীল ইউনাইটেড মুসলিম উচ্চ বিদ্যালয়ে মতবিনিময় সভা