ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যাকায় প্রায় ১০ মাস ধরে অব্যাহত হামলা চালিয়ে ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত অঞ্চলটিতে প্রায় ৩৯ হাজার মানুষকে হত্যা করেছে তারা। একই সময়ে আহত হয়েছে প্রায় ৯০ হাজার ফিলিস্তিনি। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত বছরের ৭ অক্টোবর থেকে অঞ্চলটিতে ৩৮ হাজার ৯৮৩ জনকে হত্যা করেছে দখলদার বাহিনী। এসময় আহত হয়েছে ৮৯ হাজার ৭২৭ জন। হতাহতদের একটি বড় অংশই নারী ও শিশু। গাজায় শুধু নিহত শিশুর সংখ্যাই ১৬ হাজার ১৭২ জন। এছাড়া ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলার মুখে ব্যস্তুচ্যুত হয়েছে অন্তত ১৯ লাখ ফিলিস্তিনি। শিশুদের নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংস্থা সেভ দ্য চিলড্রেন জানিয়েছে, গত ১০ মাসের ইসরায়েলি আগ্রাসনে গাজার ২১ হাজার শিশু অঞ্চলটিতে ১৬২ জন্য সংবাদকার্মী নিহত হয়েছেন। এছাড়া জাতিসংঘের ১৯৭ জন কর্মীও নিহত হয়েছেন।
গাজার বাইরে ফিলিস্তিনের আরেক ভূখণ্ড পশ্চিম তীরে গত ৭ অক্টোবরের পর থেকে ইসরায়েলি বাহিনীর হামলায় নিহত হয়েছে অন্তত ৫৭৮ জন ফিলিস্তিনি। একই সময়েই ইসরায়েল–লেবানন সীমান্তে হিজবুল্লাহ ও ইসরায়েলি বাহিনীর মধ্যকার সংঘর্ষে নিহত হয়েছে ৪৬৬ জন। তাদের প্রায় সবাই লেবাননের অধিবাসী।
মানবাধিকার সংস্থা প্যালেষ্টাইনিয়ান কমিশন অব ডিটেইনিজ জানিয়েছে, গত ৭ অক্টোবর গাজায় ইসলায়েলি আগ্রাসন শুরুর পর থেকে এখন পর্যন্ত অন্তত ৫৪ জন ফিলিস্তিনি বন্দী ইসরায়েলি কারাগারগুলোতে নিহত হয়েছে। একই সময়ে ইসরায়েলি বাহিনী পশ্চিম তীর থেকে প্রায় ৯ হাজার ৭০০ জনকে গ্রেপ্তার করেছে।
এদিকে গত সোমবার নতুন করে গাজার খান ইউনিস শহরের পুর্বাঞ্চলীয় এলাকায় বাসিন্দাদের এলাকাটি ছেড়ে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি বাহিনী (আইডিএফ)। অন্যথায় জোরপূর্বক তাদের এলাকা ছাড়া করার ঘোষণা দিয়েছে তারা। আইডিএফের এক বিবৃতিতেত বলা হয়েছে, সন্ত্রাসী কর্মকাণ্ড ও রকেট হামলার কারণে এলাকাটি বিপজ্জনক হয়ে পড়েছে।