গাজায় জাতিগত নির্মূলের বিরুদ্ধে ট্রাম্পকে সতর্ক করলেন জাতিসংঘ মহাসচিব

| শুক্রবার , ৭ ফেব্রুয়ারি, ২০২৫ at ৭:০৪ পূর্বাহ্ণ

ফিলিস্তিনি ছিটমহল গাজায় জাতিগত নির্মূল এড়ানোর জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে পরামর্শ দিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। গাজার ফিলিস্তিনিদের প্রতিবেশী কোনো দেশে পুনর্বাসিত করার পর যুদ্ধবিধ্বস্ত ছিটমহলটি যুক্তরাষ্ট্র দখলে নেবে, ট্রাম্প এমন প্রস্তাব করার পর জাতিসংঘ মহাসচিব এমন পরামর্শ দেন। খবর বিডিনিউজের।

বুধবার জাতিসংঘের এক কমিটির পূর্বনির্ধারিত এক বৈঠকে গুতেরেস বলেন, সমাধানের সন্ধান করতে গিয়ে সমস্যাকে আরও খারাপ করে তুলতে পারিনা আমরা। যে কোনো ধরনের জাতিগত নির্মূল এড়ানো অপরিহার্য। তিনি বলেন, (ফিলিস্তিনের ক্ষেত্রে) দ্বিরাষ্ট্রীক সমাধান আমাদের পুনঃনিশ্চিত করতে হবে।

ফিলিস্তিনি জনগণের অবিচ্ছেদ্য অধিকারের অনুশীলন কমিটির ওই বৈঠকে গুতেরেস ট্রাম্প বা তার গাজা প্রস্তাবের কথা উল্লেখ করেননি, কিন্তু তার মুখপাত্র স্তিফান দুজারিক সাংবাদিকদের বলেন, জাতিসংঘ মহাসচিবের মন্তব্যকে প্রতিক্রিয়া হিসেবে দেখা ন্যায্য অনুমান হবে।

দুজারিক জানান, ওই বৈঠকের আগে গুতেরেস জর্ডানের বাদশা আব্দুল্লাহর সঙ্গে গাজা ও সংলগ্ন অঞ্চলের পরিস্থিতি নিয়ে কথা বলেন। জাতিসংঘে ফিলিস্তিন কর্তৃপক্ষের নিয়োগকৃত ফিলিস্তিনি দূত রিয়াদ মনসুর কমিটির বৈঠকে জানান, আগামী সপ্তাহে ওয়াশিংটন সফরের সময় আব্দুল্লাহ আরব রাষ্ট্রগুলোর পক্ষ থেকে একটি সমন্বিত বার্তা ট্রাম্পের কাছে পৌঁছে দেবেন। ফিলিস্তিন সমস্যার সমাধান হিসেবে জাতিসংঘ দীর্ঘদিন ধরে দ্বিরাষ্ট্রীক প্রস্তাবকে সমর্থন করে আসছে। এই প্রস্তাব অনুযায়ী ফিলিস্তিনি ও ইসরায়েলিরা স্বীকৃত ও নিরাপদ সীমানার মধ্যে পাশাপাশি দুই রাষ্ট্রে বসবাস করবে। ফিলিস্তিনিরা পশ্চিম তীর, পূর্ব জেরুজালেম ও গাজা ভূখণ্ড নিয়ে একটি রাষ্ট্র গঠন করতে চায়। কিন্তু ১৯৬৭ সালে প্রতিবেশী আরব রাষ্ট্রগুলোর সঙ্গে যুদ্ধের সময় থেকেই ইসরায়েল এই সবগুলো অঞ্চল দখল করে রেখেছে।

পূর্ববর্তী নিবন্ধট্রাম্পের শুল্কের জবাবে চীনের ৫ চাল
পরবর্তী নিবন্ধএনসিটি ও সিসিটি বেসরকারিকরণের প্রক্রিয়া প্রতিহতের আহ্বান