বোয়ালখালীতে গাউছে হাওলা দরবার : ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত হামলার প্রতিবাদে বোয়ালখালীতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ এপ্রিল) যোহরের নামাজের পর গাউছে হাওলা দরবার শিবলী মঞ্জিলের উদ্যোগে এ বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। এতে দরবারের হাজারো মুরিদ, ভক্ত–আশেকগণ অংশ নেন। হাওলা দরবার শরীফের পীরজাদা সৈয়দ নঈমুল কুদ্দুস আকবরীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন পীরজাদা সৈয়দ সাইফুল কুদ্দুছ আকবরী, সৈয়দ মনিরুল কুদ্দুস আকবরী, সৈয়দ ইকতিসাব কুদ্দুস আকবরী, মো. মোসাদ্দেক আহম্মেদ খান, মো. মাশরুর আহম্মেদ খান, ড. সেলিম জাহাঙ্গীর, অধ্যক্ষ মাওলানা আব্দুর রহিম। আরো উপস্থিত ছিলেন বোয়ালখালী প্রেস ক্লাব সভাপতি এসএম মোদ্দাচ্ছের, সৈয়দ মোহাম্মদ তারিক, মো. জুনায়েদ, মো. জাবেদ, মো. আসিফ মিল্টন ও দেলোয়ার হোসেন দুলাল প্রমুখ।
সমাবেশে পীরজাদা সৈয়দ নঈমুল কুদ্দুস আকবরী বলেন, ফিলিস্তিনের গাজায় নিরস্ত্র মানুষ ও শিশুদের ওপর ইসরায়েলি বাহিনী যে নৃশংস গণহত্যা চালাচ্ছে, তা ইতিহাসে নজিরবিহীন। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি।
চান্দগাঁও ওয়ার্ড যুবদল : চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহবায়ক আবু সুফিয়ানের নির্দেশনায় ফিলিস্তিনের গাজা ও রাফায় ইসরায়েলের বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে ও ফিলিস্তিনের মানুষের অধিকারের সাথে সংহতি জানিয়ে বিক্ষোভ মিছিল ও মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশ করেছে ৪নং চান্দগাঁও ওয়ার্ড যুবদল। এতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক কৃষি বিষয়ক সম্পাদক নুরুল আমিন, মহানগর ছাত্রদলের সাবেক সহসভাপতি নওশাদ আল জাশেদুর রহমান, চান্দগাঁও থানা সেচ্ছাসেবকদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ খোকন, যুবদলনেতা নুরুল আবছার, জুয়েলসহ অসংখ্য নেতাকর্মী। এতে সভাপতিত্ব করেন চান্দগাঁও ওয়ার্ড যুবদলের সাবেক সিনিয়র সদস্য আহমেদ রিয়াদ উদ্দিন নিজাম।
দক্ষিণ রাউজান ইসলামিক ফ্রন্ট : রাউজান প্রতিনিধি জানান, ফিলিস্তিনের গাজা ও রাফায় ইসরাইলি বাহিনীর চালিয়ে যাওয়া গণহত্যা ও মানবতাবিরোধী আগ্রাসনের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ দক্ষিণ রাউজান ইউনিটের আয়োজনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার নোয়াপাড়া পথের হাট চত্তরে প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচিতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি স ম জাফর উল্লাহ। প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের নেতা এম রাশেদুল ইসলাম রাশেদ। প্রধান বক্তা ছিলেন মোহাম্মদ সেকান্দর হোসেন। আরাফাতুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন ইসলামিক ফ্রন্টের সিনিয়র সহ সভাপতি মাওলানা আইয়ুব বদরী, ইসলামিক ফ্রন্ট রাউজান উত্তর শাখার সাধারণ সম্পাদক মাওলানা কাজী শফিউল আজম, যুবফ্রন্ট রাউজান দক্ষিণের আহবায়ক সরওয়ার আলম, মাওলানা সৈয়দ মোহাম্মদ ফোরকান কাদেরী, মাওলানা আলী আজম, মাওলানা সৈয়দ মোহাম্মদ জাহিদ কাদেরী, মাওলানা মোহাম্মদ ইয়াসিন কাদেরী, এনামুল হক মুন্না। এ সময় উপস্থিত ছিলেন মুনসুর আহমদ, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মোসলেম উদ্দিন, মোহাম্মদ পারভেজ, মোহাম্মদ মোরশেদ বাবু সাইফুল ইসলাম রিপন, মোহাম্মদ কায়েসসহ জেলা উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন প্রমুখ।
গাউছিয়া ইসলামী পাঠাগার : গাউছিয়া ইসলামী পাঠাগারের নেতৃবৃন্দ বলেন, দখলদার ইসরায়েলের সন্ত্রাসী বাহিনী ফিলিস্তিনের নিরীহ মুসলমানদের ওপর যে নৃশংস বর্বরতা চালাচ্ছে, তা প্রাচীন আইয়ামে জাহেলিয়াতকেও হার মানিয়েছে। গত ১১ এপ্রিল নগরীর উত্তর আগ্রাবাদ পূর্ব মুহুরীপাড়া জামে মসজিদের সম্মুখ প্রাঙ্গণ থেকে মিছিল শুরু হয়ে এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে চৌমুহনী মোড়ে এসে মিছিল সমাপ্ত হয়। মিছিলোত্তর সমাবেশে সংগঠনের সভাপতি এম. সাহেদ উদ্দিনের সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক মুহাম্মদ বোরহান উদ্দিন শাদমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা আল্লামা মুফতি মহিউদ্দিন নেছারী, সাধারণ সম্পাদক মো: মাসুদ পারভেজ, সাংগঠনিক সম্পাদক এম. জয়নাল আবেদীন। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মো: জসিম উদ্দিন, অর্থ সম্পাদক সাব্বির হোসাইন শাওন, মুহাম্মদ রিয়াদ, শামসুল আরেফীন, মোস্তাফিজুর রহমান নিটু, জালাল উদ্দিন রুমী, মো: জাবেদ সহ সংগঠনের সাধারণ সদস্যবৃন্দ।