গাজায় ইসরায়েলি হামলায় নিহত ১৭

| রবিবার , ১৮ আগস্ট, ২০২৪ at ৯:৩২ পূর্বাহ্ণ

গাজার জাওয়াইদা শহরে ইসরায়েলি হামলায় কমপক্ষে ১৭ ফিলিস্তিনি নিহত এবং কয়েক ডজন আহত হয়েছে। শনিবার গাজার স্বাস্থ্য কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

হামাসশাসিত ছিটমহলের স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, নিহতদের অধিকাংশই একই পরিবারের এবং তাদের মধ্যে আট শিশু ও চারজন নারী রয়েছে।

প্রতিবেশী আবু আহমেদ হাসান বলেন, ‘তারা তাদের বিছানায় বাচ্চাদের নিয়ে ঘুমিয়ে ছিল, তারপর তিনটি ক্ষেপণাস্ত্র তাদের জায়গা লক্ষ্য করে ছোড়া হয়।’

তবে ইসরায়েলি বাহিনী জানিয়েছে, যেখানে হামলা হয়েছে সেখান থেকে মিলিশিয়ারা গুলি চালিয়েছিল। তাই ওই জায়গাটিকে লক্ষ্যবস্তু করা হয়েছিল।

পূর্ববর্তী নিবন্ধ‘লতিকা’ যাচ্ছে মস্কো
পরবর্তী নিবন্ধসেতু ধ্বংসে পশ্চিমা ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইউক্রেইন : রাশিয়া