ফিলিস্তিনি ছিটমহল গাজায় শনিবার ইসরায়েলি সামরিক বাহিনীর ৩০টি পৃথক হামলায় এক পরিবারের ১১ জনসহ অন্তত ৭০ জন নিহত হয়েছেন। গাজার চিকিৎসা কর্মীরা ও দমকল বাহিনী জানিয়েছে, গাজা সিটির আল–গৌল পরিবারের বাড়িতে চালানো হামলায় একই পরিবারের অন্তত ১১ জন সদস্য নিহত হয়েছেন, এদের মধ্যে সাতজনই শিশু। খবর বিডিনিউজের।
হামলায় আল–গৌল পরিবারের বাড়িটি ধ্বংস হয়ে যায়। আহমেদ আয়ান নামের এক প্রতিবেশী বলেন, রাত প্রায় ২টার দিকে প্রচণ্ড বিস্ফোরণের শব্দে আমাদের ঘুম ভেঙে যায়। ওই বাড়িতে ১৪ থেকে ১৫ জন লোক ছিল। তাদের অধিকাংশই শিশু ও নারী। তারা সবাই বেসামরিক। সেখানে এমন কেউ নেই যে ক্ষেপণাস্ত্র ছুড়তে পারে। বাড়িটির ধ্বংসস্তূপের নিচে আটকা পড়া কেউ বেঁচে আছে কি না, তা নিশ্চিত হতে ফিলিস্তিনিরা সেখানে অনুসন্ধান চালাচ্ছিল। হামলার বেশ কয়েক ঘণ্টা পরও বাড়িটির পুড়ে যাওয়া ফার্নিচারগুলো থেকে ধোঁয়া উঠছিল। ঘটনার বিষয়ে ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য আসেনি বলে আরব নিউজ জানিয়েছে। পরে গাজা সিটির আরেকটি বাড়িতে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এ হামলায় আরও পাঁচজন নিহত হয়। ফিলিস্তিনি দমকল পরিষেবা জানিয়েছে, বাড়িটির ধ্বংসস্তূপের নিচে অন্তত ১০ জন আটকা পড়ে আছেন।