গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ২০

| বুধবার , ২০ মার্চ, ২০২৪ at ৫:১৩ পূর্বাহ্ণ

ফিলিস্তিনি ছিটমহল গাজার মধ্যাঞ্চল ও দক্ষিণ প্রান্তের শহর রাফায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছে। মঙ্গলবার ভোররাতে এসব হামলা চালানো হয়েছে বলে গাজার স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন। মিশরের সীমান্ত সংলগ্ন শহর রাফার বেশ কয়েকটি বাড়িতে ও অ্যাপার্টমেন্ট ভবনে বিমান হামলা চালানো হয়েছে। এসব হামলায় ১৪ জন নিহত হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। খবর বিডিনিউজের।

তারা জানান, আর আলনুসাইরাত শরণার্থী শিবিরে চালানো আরেকটি হামলায় আরও ছয়জন নিহত হয়েছে। রয়টার্স জানিয়েছে, গাজার মাধ্যাঞ্চলের শহর দিয়ের আলবালাহতে বৃষ্টির মধ্যে বজ্রপাতের শব্দের সঙ্গে বিস্ফোরণের শব্দ মিশে যাচ্ছিল। বৃষ্টির কারণে এখানে তাঁবুতে থাকা উদ্বাস্তু পরিবারগুলো সীমাহীন দুর্ভোগে পড়েছিল। স্থানীয় এক বাসিন্দা বলেছেন, কোনটা বজ্রপাতের শব্দ আর কোনটা বোমার শব্দ আলাদা করে আর বুঝতে পারছি না আমরা। গাজায় ছয় মাস ধরে চলা ইসরায়েলি হামলায় ৩১ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধইসরায়েলি হামলায় হামাস নেতা মারওয়ান ঈসার মৃত্যু হয়েছে : যুক্তরাষ্ট্র
পরবর্তী নিবন্ধচীনের অনেক হাসপাতালে বন্ধ হয়ে যাচ্ছে প্রসূতি বিভাগ