ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় শিশুসহ কমপক্ষে ২৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজার চিকিৎসকদের বরাত দিয়ে রয়টার্স লিখেছে, নিহতদের মধ্যে নুসেইরাত শরণার্থী শিবিরের একটি অ্যাপার্টমেন্টে কমপক্ষে ৮জন এবং জাবালিয়া শহরে ৭ শিশুসহ কমপক্ষে ১০ জনে মারা গেছেন। খবর বিডিনিউজের।
গত বছরের ৭ অক্টোবর ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী হামলার শিকার হয় ইসরায়েল। দেশটির সরকারের তথ্য অনুসারে, হামলায় প্রায় ১ হাজার ২০০ জন নিহত হয়েছে, এছাড়া প্রায় ২৫০ জনকে জিম্মি করে গাজায় নিয়ে যাওয়া হয়। গাজায় জিম্মি থাকাদের মধ্যে কতজন জীবিত আছেন, সে বিষয়ে স্পষ্ট কোনো তথ্য নেই বলে জানিয়েছে ইসরায়েল। ওই হামলার জবাবে ৭ অক্টোবর থেকেই গাজায় নির্বিচারে হামলা শুরু করে ইসরায়েল, যা গড়িয়েছে ১৪তম মাসে। গাজা কর্তৃপক্ষ বলছে, ইসরায়েলি হামলায় ৪৫ হাজারের বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে। তাদের বেশিরভাগই বেসামরিক আর যুদ্ধে তাণ্ডবে ২৩ লাখ জনসংখ্যার অধিকাংশই বাস্তুচ্যুত হয়েছে। গাজার উপকূলীয় অঞ্চলের বেশিরভাগ এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ফিলিস্তিনের মুক্তিকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে ইসরায়েলের মধ্যে আন্তর্জাতিক মধ্যস্থতাকারীরা যুদ্ধবিরতির চেষ্টা চালিয়ে গেলেও এখন পর্যন্ত সেই উদ্যোগ তেমন কোনো আলোর মুখ দেখেনি।