গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় নিহত অন্তত ৩৭

| রবিবার , ২৫ আগস্ট, ২০২৪ at ৯:৫২ পূর্বাহ্ণ

ফিলিস্তিনের ছিটমহল গাজাজুড়ে ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ৩৭ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে ভূখণ্ডটির স্বাস্থ্য মন্ত্রণালয়। আল জাজিরা জানিয়েছে, এদের অধিকাংশই শনিবার ভোরে গাজার দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসের আশপাশে নিহত হয়েছেন। নিহতদের মধ্যে চারজন নারী ও চার শিশু রয়েছে। বাড়িতে গোলা হামলায় তাদের মৃত্যু হয়। আল জাজিরার সনদ ফ্যাক্ট চেকিং সংস্থার যাচাই করা ভিডিও ফুটেজে দেখা গেছে, খান ইউনিসের বাইরে নাসের হাসপাতালে বহু মৃতদেহ লাইন দিয়ে রাখা হয়েছে। খবর বিডিনিউজের।

শনিবার সকালের হামলায় নিহতদের অধিকাংশকে এখানে এনে রাখা হয়েছে। নিহতদের প্লাস্টিকের শীট দিয়ে ঢেকে রাখা হয়েছে আর তা তুলে তাদের শেষ দেখা দেখে নিচ্ছেন স্বজনরা, ভিডিওতে এমনটি দেখা গেছে। শনিবারের প্রথম কয়েক ঘণ্টায় প্রধানত গাজার পূর্বাঞ্চলীয় দেইর এলবালাহ শহর ও খান ইউনিসের উত্তরপশ্চিমাংশে ইসরায়েলি বাহিনী ব্যাপক হামলা চালায়। মৃতদের অধিকাংশই এই দুই শহর বা তার আশপাশে নিহত হয়েছেন। দেইর এলবালাহের পাঁচ কিলোমিটার উত্তরপশ্চিমে আলনুসেইরাত শরণার্থী শিবিরেও হামলা হয়েছে। নিহতদের মধ্যে বাস্তুচ্যুত ফিলিস্তিনিরাও রয়েছেন। সমপ্রতি ইসরায়েলি বাহিনীর হামলায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের মৃত্যুর সংখ্যা বাড়ছে।

পূর্ববর্তী নিবন্ধজেলেনস্কির সঙ্গে কথা বললেন বাইডেন, নতুন সামরিক সহায়তা ঘোষণা
পরবর্তী নিবন্ধভারতে ১৫৬ ধরনের ককটেল ওষুধ নিষিদ্ধ