গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানালেন প্রিয়াঙ্কা গান্ধী

| সোমবার , ৬ নভেম্বর, ২০২৩ at ১০:০২ পূর্বাহ্ণ

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান নৃশংসতাকে গণহত্যা আখ্যা দিয়ে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী। এমনকি, ইসরায়েলের নির্বিচার বোমাবর্ষণ ও হত্যাযজ্ঞে সমর্থনের পাশাপাশি আর্থিক সহযোগিতা দেওয়ায় পশ্চিমা নেতাদেরও ব্যাপক সমালোচনা করেছেন তিনি। গতকাল রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে প্রিয়াঙ্কা গান্ধী লেখেন, গাজার প্রায় ১০ হাজার বেসামরিক নাগরিককে হত্যা করা হযেছে, যার মধ্যে প্রায় ৫ হাজারই শিশু। বিষয়টি ভয়ঙ্কর ও অত্যন্ত লজ্জাজনক। গাজার পরিবার ব্যবস্থা শেষ করে দেওয়া হয়েছে। হাসপাতাল ও অ্যাম্বুলেন্সে বোমা হামলা চালানো হয়েছে। শরণার্থী শিবিরগুলোকেও লক্ষ্যবস্তু করা হয়েছে। অথচ তথাকথিত মুক্ত বিশ্বের নেতারা চলমান গণহত্যাকে অর্থায়ন ও সমর্থন দিয়ে যাচ্ছেন। অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, এই মুহূর্তে যুদ্ধবিরতি হলো সবচেয়ে ন্যূনতম পদক্ষেপ যা অবিলম্বে বাস্তবায়ন করা উচিত। না হলে আন্তর্জাতিক সমপ্রদায়ের নৈতিক কর্তৃত্ব বলে কিছু থাকবে না।

পূর্ববর্তী নিবন্ধনেতানিয়াহুর বাসভবনের বাইরে ব্যাপক বিক্ষোভ
পরবর্তী নিবন্ধজিম্মি কাণ্ডে অচল হামবুর্গ বিমানবন্দর