গাছ কাটা বন্ধে রিট আবেদন

| সোমবার , ৬ মে, ২০২৪ at ৮:৫৪ পূর্বাহ্ণ

তীব্র দাবদাহের মধ্যেও দেশে গাছ কাটা অব্যাহত থাকায় প্রতিকার চেয়ে হাই কোর্টে রিট আবেদন করেছে একটি পরিবেশবাদী সংগঠন। হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশএইচআরপিবির পক্ষে অ্যাডভোকেট মনজিল মোরসেদ গতকাল রোববার হাই কোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট আবেদনটি করেন। আজ সোমাবর ওই আবেদনের ওপর শুনানি হতে পারে বলে মনজিল মোরসেদ জানিয়েছেন।

তিনি বলেন, সুস্থভাবে বেঁচে থাকার জন্য ঢাকা শহরে যে পরিমাণ গাছপালা থাকা দরকার তা দিন দিন কমছে এবং সম্প্রতিকালে তাপমাত্রা বৃদ্ধির কারণে মানুষের জীবনযাত্রা আরও দুর্বিষহ হয়ে উঠছে, যার কারণে সুষ্ঠুভাবে বেঁচে থাকার অধিকার লঙ্ঘিত হচ্ছে। সামাজিক বনায়ন চুক্তিতে সারাদেশে লাগানো গাছগুলো কেটে ফেলার কারণে পরিবেশের উপর বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হচ্ছে; যা বন্ধ না হলে বাংলাদেশের পরিবেশ বিপর্যয় ঘটবে ও মানুষের বেঁচে থাকার অধিকার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। খবর বিডিনিউজের।

পূর্ববর্তী নিবন্ধআমলাদের সন্তানদের জন্য বিশ্ববিদ্যালয় নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
পরবর্তী নিবন্ধন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউটের স্পেশাল ব্যাচের সমাপনী কুচকাওয়াজ