কক্সবাজারের পেকুয়ায় গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবদুল করিম (৩২) নামের এক যুবকের করুণ মৃত্যু হয়েছে। গতকাল বুধবার বিকেল ৩টার দিকে উপজেলার টইটং ইউনিয়নের পশ্চিম সোনাইছড়ি ছরার পাড়া এলাকায় ঘটনা ঘটে। নিহত ব্যক্তি একই এলাকার জামাল উদ্দিনের ছেলে।
তিনি পেশায় দিনমজুর ও এক সন্তানের জনক। প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, দুপুরে আবদুল করিম নিজের বসতভিটার গাছের ডাল ছাটাই করছিলো।
এসময় গাছের একটি ডাল বিদ্যুতের লাইনের ক্যাবলে গিয়ে পড়লে আবদুল করিম বিদ্যুৎস্পৃষ্ট হন। গুরুতর আহত অবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেয়ার পথে বাঁশখালীর গুনাগরী এলাকায় তার মৃত্যু হয়।