ক্রয় করা গাছ কাটতে গিয়ে গাছের ডালের চাপা পড়ে এক গাছ ব্যবসায়ীর মৃত্যুর ঘটনা ঘটেছে। তার নাম মনিরুল হক শিবলু (৩৫)। আজ শনিবার সন্ধ্যায় সাতকানিয়ার খাগরিয়া এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত শিবলু চন্দনাইশ উপজেলার হাশিমপুর ইউনিয়নের ভান্ডারীপাড়ার নুরুল হক ভান্ডারীর ছেলে।
খানদীঘি হাই স্কুলের সাবেক সভাপতি মো. সাখাওয়াত হেসেন শিবলী জানান, খানদীঘি হাইস্কুলের সাবেক সদস্য নুরুল হক ভান্ডারীর ছেলে গাছ ব্যবসায়ী মনিরুল হক শিবলু কিছুদিন আগে সাতকানিয়ার খাগরিয়া এলাকা থেকে গাছ ক্রয় করে।
আজ শনিবার গাছ কাটা শ্রমিক দিয়ে ক্রয় করা গাছ কাটছিল সে। এসময় গাছের নিচে থাকা অবস্থায় সন্ধ্যার দিকে হঠাৎ একটি বড় সাইজের গাছের ডাল এসে তার উপর পড়লে সে ঘটনাস্থলে মারা যায়। শিবলু নুরুল হক ভান্ডারীর একমাত্র ছেলে।
শিবলু স্ত্রী, সাড়ে তিন বছর বয়সী একটি পুত্র সন্তান ও দুই বছর বয়সী একটি কন্যা সন্তান রেখে যান। আজ রাত ১২টায় নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। শিবলুর মর্মান্তিক মৃত্যুতে তার পারিবার ও এলাকাশ শোকের ছায়া নেমে আসে।