লোহাগাড়ায় পৃথক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার ইউনিয়নের আমিরাবাদ ও বড়হাতিয়া ইউনিয়নে এই ঘটনা ঘটে। স্ব স্ব ইউনিয়নের ইউপি সদস্যরা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আমিরাবাদ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য মো. এরশাদুজ্জামান জানান, সকাল সাড়ে ১২টার দিকে সুখছড়ি কামার দিঘীর পাড়স্থ বারেক চৌধুরী পাড়ায় গাছের ডালপাল কাটতে গিয়ে মো. ইসমাইল (৪৫) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে। তিনি কলাউজান ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের উত্তর কলাউজান রসুলাবাদ পাড়ার মৃত মোজাহার মিয়ার পুত্র। তিনি জানান, শনিবার সকাল থেকেই ঘটনাস্থলে হোসাইন নামে একজনের গাছের ডালপালা কাটার কাজ করছিলেন দিনমজুর ইসমাইল। এক পর্যায়ে গাছের একটি ডাল বিদ্যুৎ সঞ্চালন লাইনের ওপর পড়ে। এতে বিদ্যুতায়িত হয়ে তিনি গাছেই আটকে ছিলেন। পরে ফায়ার সার্ভিসের সহায়তায় গাছে আটকা পড়া দিনমজুরের মৃতদেহ উদ্ধার করা হয়।
বড়হাতিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য আবু বক্কর ছিদ্দিক রানা জানান, ফজরের নামাজ আদায় করতে যাবার পূর্বে গোসল করতে গিয়ে মৃগী রোগে আক্রান্ত হয়ে পুকুরের পানিতে ডুবে মনজুর আলম (৪০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি মাইজপাড়ার মৃত জালাল সিকদারের পুত্র। স্বজনরা দীর্ঘক্ষণ তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজির এক পর্যায়ে সকাল সাড়ে ৯টার দিকে পুকুর থেকে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। একই দিন নামাজে জানাজা শেষে তাকে সামাজিক কবরস্থানে দাফন করা হয়েছে।
অন্যদিকে আধুনগর ইউনিয়নের ৮ নাম্বার ওয়ার্ডের সদস্য মোহাম্মদ আবুল হাছান জানান, চট্টগ্রাম–কঙবাজার মহাসড়কের আমিরাবাদ রাজঘাটা ব্রিজ এলাকায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে টেঙির চাপায় আমজাদ হোসেন বাবু (১৫) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। সে উত্তর হরিণা চৌধুরী পাড়ার আবুল কাশেম প্রকাশ কালু মিকারের পুত্র। বাবু সদ্য কোরআন হেফজ সম্পন্ন করেছে।
প্রত্যক্ষদর্শী আবু মোহাম্মদ ইউসুফ জানান, উপজেলার পদুয়া থেকে কঙবাজারমুখী দুই মোটরসাইকেল প্রতিযোগিতা দেয়। ঘটনাস্থলে পৌঁছলে অপর মোটরসাইকেলকে ওভারটেক করতে গিয়ে অসাবধানতা বশত বাবু মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে। এই সময় একইমুখী দ্রুতগতির টেঙি তাকে চাপা দেয়। এতে বাবু গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা সদরের এক বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) খান মুহাম্মদ এরফান জানান, মোটরসাইকেল দুর্ঘটনার ব্যাপারে তাদেরকে কেউ অবগত করেনি।