‘গাছ আমাদের পরম বন্ধু’

আজাদী ডেস্ক | বৃহস্পতিবার , ৪ আগস্ট, ২০২২ at ১০:৪৯ পূর্বাহ্ণ

বিভিন্ন সংগঠনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, গাছ আমাদের পরম বন্ধু। গাছেই রক্ষা হবে পরিবেশের ভারসাম্য।

ন্যাশনাল ইংলিশ স্কুল : নগরীর পাঁচলাইশে ন্যাশনাল ইংলিশ স্কুল চিটাগাংয়ের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি সিনিয়র শিক্ষক ফখরুল আবেদীনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ আসাদ আদিল। তিনি বলেন, গাছ আমাদের পরম বন্ধু।

এটি আমাদেরকে যেমন অক্সিজেন দেয়, তেমনি পরিবেশের ভারসাম্য রক্ষায় সহায়তা করে। পরিবেশকে সুন্দর ও ভারসাম্যপূর্ণ রাখতে সবাইকে বৃক্ষরোপন ও পরিচর্যার প্রতি গুরুত্ব দিতে হবে। এতে উপস্থিত ছিলেন কো-অর্ডিনেটর হিজবুন নাহার, মুনিরুল ইসলাম, মতলুবা নাসরিন, রুজিনা আক্তার সহ সকল শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীবৃন্দ।

বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা ফাউন্ডেশন : বঙ্গবন্ধুর শিক্ষা ও গবেষণা ফাউন্ডেশনের মাসব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্যে বৃক্ষরোপণ কর্মসূচি গত ২ আগস্ট অনুষ্ঠিত হয়। সিআরবির বিভিন্ন চত্বরে বৃক্ষরোপণের মাধ্যমে কর্মসূচি উদ্বোধন করেন শ্যামল মিত্র ও রাখাল চন্দ্র ঘোষ। ভানু রঞ্জন চক্রবর্ত্তীর সভাপতিত্বে লায়ন এস বি জীবনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বিজয় ’৭১ এর সভাপতি সজল চৌধুরী।

উপস্থিত ছিলেন সংগঠনের কো চেয়ারম্যান কাঞ্চন মহাজন, লায়ন ডা. আর কে রুবেল, আনিস আহমেদ খোকন, লায়ন ডা. মুজিবুল হক চৌধুরী, সজল দাশ, ডা: অপূর্ব ধর, ডা: এস কে পাল সুজন, ডা. সরোজ কান্তি তালুকদার, আনিসুর রহমান ফরহাদ, ডা. বেলাল হোসেন উদয়ন প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধবিএনপির রাজনীতি লাশের ওপর প্রতিষ্ঠিত : তথ্যমন্ত্রী
পরবর্তী নিবন্ধশোভনদন্ডী ডিগ্রি কলেজে একাডেমিক মানোন্নয়নে সভা